ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঈদ-উল-আজহার আগে শ্রমিকরা বেতন বোনাস পাবেন

প্রকাশিত: ১০:০৩, ৯ জুলাই ২০১৯

 ঈদ-উল-আজহার আগে শ্রমিকরা বেতন বোনাস পাবেন

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন ঈদ-উল-আজহার আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হবে। সোমবার সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কে এম আলী আজম। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান সভায় সভাপতিত্ব করেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ আগস্ট দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হতে পারে। শ্রম সচিব বলেন, ঈদ-উল-আজহার আগে আরেকটি সভা করব। বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসহ অন্য যে মিল মালিকরা আছেন তারা ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস ও বকেয়া বেতন পরিশোধ করবেন। এ বিষয়ে তাদের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কত তারিখের মধ্যে মালিকরা বেতন-বোনাস পরিশোধ করবেন- জানতে চাইলে সচিব বলেন, সেই তারিখ আমরা পরবর্তী সভায় নির্ধারণ করব। তবে ঈদের আগেই দিয়ে দিতে হবে। পরবর্তী সভা এ মাসের শেষ দিকেই হবে। আলী আজম বলেন, মালিকরা সবাই এখান থেকে স্বীকার করে গেছেন যে, তারা ঈদের আগে বেতন-বোনাস দেবেন। যদি থেকে থাকে তবে বকেয়া বেতন-ভাতাও এ মাসের মধ্যে পরিশোধ করার বিষয়ে সম্মত হয়েছেন তারা। তিনি আরও বলেন, গত ঈদ-উল-ফিতরের আগে যে ব্যবস্থাপনা ছিল সেটার পরিপ্রেক্ষিতে মালিক-শ্রমিকের সম্পর্ক অত্যন্ত সৌহার্দপূর্ণ ছিল। আমরা অত্যন্ত নির্ঝঞ্জাটভাবে, বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত সুন্দরভাবে ব্যবস্থাপনাটি করতে সক্ষম হয়েছিলাম। এর সঙ্গে যেসব স্টেকহোল্ডাররা সম্পৃক্ত ছিলেন আমরা তাদের আবারও অনুরোধ জানিয়েছি যে তারা যেন আগের মতো আন্তরিকতা দিয়ে কাজ করেন। আমরা যাতে সুন্দরভাবে সকল শ্রমিকের বেতন-ভাতা, বোনাস দিয়ে বাড়িতে ঈদ করার জন্য পাঠাতে পারি। অত্যন্ত সুন্দরভাবে তারা তাদের ঈদ-উল-আজহা উদযাপন করতে পারেন, আমরা সেই সহযোগিতা চেয়েছি। সচিব বলেন, আরও কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি, যেগুলো পরবর্তী সভায় আলোচনা করব। যেমন- ব্যাংকের ছুটি লাগবে কি-না, তথ্য সংগ্রহের জন্য কন্ট্রোল রুম করব- এসব বিষয়ে ডিটেইল (বিস্তারিত) আলোচনা করব।
×