ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফিঞ্চের কপালে চিন্তার ভাঁজ!

প্রকাশিত: ০৯:৪০, ৮ জুলাই ২০১৯

 ফিঞ্চের কপালে চিন্তার ভাঁজ!

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করা অস্ট্রেলিয়ার জন্য রীতিমতো দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। ইনজুরিতে আগেই আসর থেকে ছিটকে গেছেন টপঅর্ডার ব্যাটসম্যান শন মার্শ। তার পরিবর্তে পিটার হ্যান্ডসকম্বকে ডেকে পাঠানো হয়েছে। বড় দুশ্চিন্তা উসমান খাজাকে নিয়ে। হ্যামস্ট্রিং ইনজুরির জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লীগপর্বের শেষ ম্যাচে খেলতে পারেননি এই টপঅর্ডার ব্যাটসম্যান। অপ্রত্যাশিতভাবে ম্যাচটাও ১০ রানে হেরে যায় অস্ট্রেলিয়া। তাতে অবশ্য সেমির পথে কোন প্রভাব পড়েনি। ১১ জুলাই বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। খাজা তার আগেই সুস্থ হয়ে উঠবেন কিনা তা নিয়ে চিন্তিত অধিনায়ক এ্যারন ফিঞ্চ। পাশাপাশি খাজার অনুপস্থিতিতে আগের ম্যাচে টপঅর্ডারে ব্যাটিং করা মার্কাস স্টয়নিসও ভুগছেন সাইডস্ট্রেইন ইনজুরিতে। সব মিলিয়ে সেমির আগে তিন ক্রিকেটারের ইনজুরি নিয়ে বেশ ঝামেলায় আছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া শিবির। অধিনায়ক ফিঞ্চ বলেন, ‘এটা খাজার জন্য আদর্শ নয়। আমরা আগামীকাল তার স্ক্যান করাব। স্ক্যানের পর দলে পরিবর্তনের দরকার হলে সেটা করব। তবে পূর্ণ রিপোর্ট আসা পর্যন্ত আপনি এ সম্পর্কে নিশ্চিত হতে পারবেন না। তারজন্য এটা ভাল মনে হচ্ছে না। আগেও কয়েকবার হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিল সে। খাজা নিজেই মনে করছেন এই চোট আগেরগুলোর মতোই।’ এদিকে খাজার আগে শন মার্শও ইনজুরিতে পড়ে অসি টিম ম্যানেজমেন্টের মাথা ব্যথা বাড়িয়েছেন। এই বাঁহাতির পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছিলেন পিটার হ্যান্ডসকম্ব। তবে খাজার ব্যাপারে এখনও পুরোপুরি নিশ্চিত না হতে পারায় নতুন করে কাউকে আর স্কোয়াডে ডাকেনি অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। আর সাইট স্ট্রেইনের চোটে ভুগছেন মার্কাস স্টয়নিস। সেমিফাইনালের আগে তার বিকল্প নেয়ার আগে পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করছে অস্ট্রেলিয়া।
×