ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কালো ধোঁয়া ও বিকট শব্দ থেকে মুক্তি চায় শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৯:১৩, ৫ জুলাই ২০১৯

 কালো ধোঁয়া ও বিকট  শব্দ থেকে মুক্তি  চায় শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর-মাগুরা সড়কের কোদালিয়া বাজারের পাশে দীর্ঘদিন ধরে নির্মাণ সামগ্রী রাখায় ধুলাবালিতে শিক্ষার্থী ও এলাকাবাসী স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে। নির্মাণ সামগ্রীর ধুলাবালি আর বিষাক্ত কালো ধোঁয়া, মিক্সার মেশিনের বিকট শব্দ এবং বিটুমিনের তীব্র গন্ধে ক্লাস করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে পাশের কোদালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের। বৃহস্পতিবার ওই স্কুলের শিক্ষার্থীরা যশোর-মাগুরা সড়ক অবরোধ করে। এছাড়া বাতাসে ছড়িয়ে পড়া বিষাক্ত এই কালো ধোঁয়ায় বাজারের ক্রেতা-বিক্রেতা ও মসজিদের মুলল্লিরা অতিষ্ঠ হয়ে পড়েছে। ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। যার কারণে স্কুলে শিক্ষার্থীর উপস্থিতি দিন দিন কমে যাচ্ছে এবং অভিভাবকরা তাদের স্কুলে পাঠাতে অনীহা প্রকাশ করছে। এ ব্যাপারে স্থানীয়রা ও স্কুলের শিক্ষকরা বারবার তাগিদ দিলেও এখনও পর্যন্ত কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেনি আব্দুর সাত্তার নামে ওই ঠিকাদার। তাই বাধ্য হয়ে বাজারের ব্যবসায়ী, এলাকার মানুষ ও শিক্ষার্থীরা যশোর-মাগুরা সড়ক অবরোধ করে রাখে। ফলে এই রুটের দু’দিক থেকে ছেড়ে আসা বাস, ট্রাক, পরিবহনসহ ছোট বড় প্রায় ৫ শতাধিক যানবাহন আটকা পড়ে। রাস্তার দুই পাশে প্রায় ৬ কিলোমিটারের মতো লম্বা লাইনের যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন ও লেবুতলা ইউপি চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন ছুটে আসেন। তার আশ্বাসে সড়ক থেকে অবরোধ তুলে নেয় তারা। স্কুলের প্রধান শিক্ষিকা রেহেনা আক্তার বলেন, প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় সাড়ে তিনশ শিক্ষার্থী রয়েছে এ প্রতিষ্ঠানে।
×