ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বোল্টের ঐতিহাসিক হ্যাটট্রিক

প্রকাশিত: ১১:৩৩, ১ জুলাই ২০১৯

 বোল্টের ঐতিহাসিক হ্যাটট্রিক

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ড ইতিহাসের প্রথম কোন বোলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করেছেন ট্রেন্ট বোল্ট। পরশু অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়া ম্যাচে এ কীর্তি গড়েন কিউই তারকা পেসার। এদিন চলতি বিশ্বকাপের ৩৭তম ম্যাচে দ্বিতীয়বারের মতো হ্যাটট্রিকের ঘটনা ঘটে। বোল্ট বিশ্বকাপের ইতিহাসের ১১তম হ্যাটট্রিক করেন। উসমান খাজা, মিচেল স্টার্ক ও জ্যাসন বেহরেনডর্ফকে আউট করে এ কীর্তি গড়েন তিনি। এর আগে আফগানিস্তানের বিপক্ষে চলতি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকের স্বাদ পান ভারতীয় পেসার মোহাম্মদ শামি। হোম অব ক্রিকেট লর্ডসে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে (ওয়ানডে) প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন বোল্ট। এর আগে বিশ্বকাপে সর্বমোট ১০টি হ্যাটট্রিক হয়েছে। ১৯৮৭ সালে প্রথমবারের মতো চেতন শর্মার হাত ধরে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পায় বিশ্বকাপ। বোল্টসহ শুধু ১০ জন বোলার এ কীর্তি গড়তে পেরেছেন। একমাত্র বোলার হিসেবে মালিঙ্গার বিশ্বকাপে দুইটি হ্যাটট্রিক রয়েছে।
×