ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রয়লার ও আদার দাম কমেছে, বেড়েছে রসুন ডিম ও আলুর দাম

প্রকাশিত: ১২:৪৮, ২৯ জুন ২০১৯

ব্রয়লার ও আদার দাম কমেছে, বেড়েছে রসুন ডিম ও আলুর দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ নিত্যপণ্যের বাজারে ব্রয়লার মুরগি ও আদার দাম কমেছে। বেড়েছে রসুন, ডিম ও আলুর দাম। কেজিতে ৫ টাকা কমে প্রতিকেজি ব্রয়লার মুরগি ১২৫-১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। আদা বিক্রি হচ্ছে ১৩০-১৮০ টাকায়। তবে আদা ও রসুনের এই দামও অনেক বেশি। কোরবানি সামনে রেখে আদা ও রসুনের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়ানোর পরিকল্পনা করছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি বাণিজ্য সচিব মোঃ মফিজুল ইসলাম আদা ও রসুনের ব্যবসায়ীদের এ ব্যাপারে আগাম সতর্ক করেছেন। তিনি জানিয়েছেন, কোরবানি সামনে রেখে আদা ও রসুনের দাম বাড়ানো হলে করণীয় সবকিছুই করা হবে। সরকারের কাছে ভোক্তা স্বার্থ সবার আগে। শুক্রবার রাজধানীর কাওরান বাজার, কাপ্তান বাজার, ফকিরাপুল বাজার এবং যাত্রাবাড়ী বাজারের ভোগ্যপণ্যের দরদামের তথ্য থেকে জানা যায়, কয়েকটি পণ্য ছাড়া বেশির ভাগ নিত্যপণ্যের দাম স্বাভাবিক রয়েছে। চাল, ডাল, আটা, ভোজ্যতেল ও চিনির দাম অপরিবর্তিত রয়েছে। স্থিতিশীল রয়েছে সবজির দাম। এছাড়া মাছের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। একাধিক কাঁচাবাজার ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা প্রতি ডজন ফার্মের মুরগির ডিম ১১৫ টাকা থেকে ১২০ টাকায় বিক্রি করছেন। আর এক হালি বিক্রি হচ্ছে ৪০ টাকা থেকে ৪২ টাকায়। এক সপ্তাহ আগে ডিমের ডজন বিক্রি হয়েছে ১০০ টাকা থেকে ১১০ টাকার মধ্যে। এ প্রসঙ্গে কাপ্তান বাজারের ডিম বিক্রেতা শাহ আলম জনকণ্ঠকে বলেন, বাজারে ডিমের দাম বাড়তি হলেও সরবরাহ কম। কিন্তু চাহিদা কমেনি। যে কারণে ঈদের পর কয়েক দফায় ডিমের দাম বেড়েছে। চলতি সপ্তাহেই ডজনপ্রতি ডিমের দাম ১০ টাকা থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়ে গেছে।
×