ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ১০জন গ্রেফতার

প্রকাশিত: ১০:৪২, ২৯ জুন ২০১৯

 রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ১০জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মোহাম্মদপুর ও তুরাগ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ১০ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছেন শামীম (২৮), আদু (২৩), রাব্বী (১৮), রতন দাস (২২), আজিজুল হক (১৮), খোকন মিয়া (৪২), বাবুল (৪৫), নূর নবী (৩৮), মাতবর আলী (৫০) ও সিরাজুল ইসলাম (৩২)। এ সময় পাইপগানসহ দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম জব্দ করা হয়। র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন শ্যামলী শিশু পার্কের ভেতরে অন্ধকারে দেশীয় অস্ত্র-সরঞ্জামাদিসহ একদল ডাকাত ডাকাতি করার উদ্দেশে অবস্থান করছে। র‌্যাবের উপস্থিত টের পেয়ে পালানোর সময় শামীম, আদু, রাব্বী, রতন দাস ও আজিজুল হক নামে পাঁচজনকে আটক করা হয়। পরে গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। রাতে তারা এ রকম দুই বা ততোধিক দল একত্র হয়ে নির্দিষ্ট ফ্ল্যাটে বা ফাঁকা বাড়িতে গ্রিল কেটে ও তালা ভেঙ্গে প্রবেশ করে ডাকাতি করে থাকে। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর সুবিধাজনক স্থানে লোকজনকে চাপাতি, ছোরা, চাকু ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। এদিকে বৃহস্পতিবার মধ্যরাতে র‌্যাব-১ এর একটি দল তুরাগ থানাধীন কামারপাড়া তালতলায় নির্মাণাধীন মক্কা টাওয়ারের সামনে অবস্থান নেয়। এ সময় সেখানে অবস্থানরত সংঘবদ্ধ ডাকাত দল পালানো চেষ্টা চালায়। পরে ডাকাত দলের খোকন মিয়া, বাবুল, নূর নবী, মাতবর আলী ও সিরাজুল ইসলাম (৩২) নামে পাঁচজনকে আটক করা হয়। র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেনেন্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেম জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা ডাকাত দলের সদস্য বলে স্বীকার করেছে। দীর্ঘদিন ধরে তারা সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটরসাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটরসাইকেল, গাড়িসহ নগদ টাকা ও মোবাইল, স্বর্ণালঙ্কার ডাকাতি ও ছিনতাই করে আসছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানা মামলা করা হয়েছে।
×