ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অভিযুক্ত চিকিৎসকের পক্ষ নিয়েছে বিএমডিসির তদন্ত কমিটি

প্রকাশিত: ০৯:৩৮, ২৯ জুন ২০১৯

  অভিযুক্ত চিকিৎসকের পক্ষ নিয়েছে বিএমডিসির তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে শিশু রাফিদা খান রাইফার মৃত্যুর ঘটনায় বাংলাদেশ মেডিক্যাল এ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) গঠিত তদন্ত কমিটি অভিযুক্ত চিকিৎসকেরই পক্ষ নিয়েছে বলে অভিযোগ করেছে রাইফার বাবা সাংবাদিক রুবেল খান। শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএমডিসির প্রতিবেদন পক্ষপাতদুষ্ট। এক্ষেত্রে তার কোন বক্তব্যই আমলে নেয়া হয়নি। চট্টগ্রামের বেসরকারী ম্যাক্স হাসপাতালে গত বছরের ২৯ জুন রাতে মৃত্যুবরণ করেন আড়াই বছরের শিশু রাইফা। অভিভাবকের অভিযোগ, হাসপাতালের অব্যবস্থাপনা ও চিকিৎসকের দায়িত্বে অবহেলা এবং ভুল চিকিৎসার কারণেই রাইফার মৃত্যু হয়েছে। এ সংক্রান্ত একাধিক কমিটি অব্যবস্থাপনাসহ নানা অনিয়মের প্রমাণও পেয়েছে। কয়েকদিন পর সেখানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও হাসপাতালটি অর্থদ-ে দ-িত হয়েছে। অথচ বিএমডিসি ওই প্রতিষ্ঠানের কোন অনিয়মই খুঁজে পায়নি। সাংবাদিক রুবেল খান বলেন, বিএমডিসি তদন্ত কমিটি গঠন করায় আমি সাধুবাদ জানাই। কিন্তু সে কমিটি আমার কোন বক্তব্য গ্রহণ না করে কৌশলে ম্যাক্স হাসপাতাল এবং অভিযুক্ত চিকিৎসকের পক্ষ নিয়ে একটি অসম্পূর্ণ প্রতিবেদন জমা দিয়েছে আদালতে। এ ঘটনায় চকবাজার থানায় দায়ের করা মামলার বাদী হিসেবে আমার কোন বক্তব্য না নিয়ে প্রতিবেদন জমা দেয়ায় আমি প্রতিবেদনটি নথিভুক্ত না করার জন্য সিএমএম আদালতে আবেদন জানিয়েছি। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস। উপস্থিত ছিলেন বিএফইউজের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব মহসিন কাজী, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির সভাপতি স্বপন কুমার মল্লিক, প্রমুখ। সংবাদ সম্মেলন থেকে আজ শনিবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে দায়ী চিকিৎসকদের বিচার দাবিতে সাংবাদিক-জনতার সমাবেশ কর্মসূচী প্রদান করা হয়।
×