ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বান্দরবানে অর্ধশত কোটি টাকা ব্যয়ে নির্মাণ হবে তিনটি সাঙ্গু সেতু

প্রকাশিত: ০৭:৫৭, ২৮ জুন ২০১৯

বান্দরবানে অর্ধশত কোটি টাকা ব্যয়ে নির্মাণ হবে তিনটি সাঙ্গু সেতু

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ২৭ জুন ॥ এক সময়ের অবহেলিত পার্বত্য জেলা বান্দরবান এখন যেন আর অবহেলিত নয়। আওয়ামী লীগ সরকারের একের পর এক উন্নয়ন কার্মকা-ে বদলে যাচ্ছে বান্দরবান। এরই অংশ হিসেবে এবার জেলার দুই উপজেলায় নির্মাণ করা হবে তিনটি সেতু। জানা গেছে, গত ১৩ জুন পরিকল্পনা কমিশন কর্তৃক জেলার সাঙ্গু নদীর ওপর তিন সেতু নির্মাণ প্রকল্প অনুমোদিত হলেও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রশাসনিক অনুমোদন দেন ১৮ জুন। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে জুলাই ১৯ সাল থেকে জুন ২২ অর্থবছরের মধ্যে জেলার এই তিন সেতুর নির্মাণ কাজ শেষ করা হবে। আরও জানা গেছে, বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বেতছড়া বাজার সংলগ্ন সাঙ্গু সেতু, থানচি উপজেলার বলিবাজার সংলগ্ন সাঙ্গু সেতু, একই উপজেলার সোনাইখালের ওপর জ্ঞান লাল পাড়া সাঙ্গু সেতু নির্মাণ করা হবে। তিনটি সেতু নির্মাণের কারণে দুই উপজেলার ৫০ হাজার মানুষ সড়কযোগাযোগ ও অর্থনৈতিক ক্ষেত্রে উপকৃত হবে। এর ফলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য সেবা উন্নয়নের পাশাপাশি বদলে যাবে এলাকার অর্থনীতি। স্থানীয় আদিবাসী পরিবারগুলো শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিতের পাশাপাশি জুম পাহাড়ের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করে স্বাবলম্বী হবে, বাড়বে পর্যটকদের আনাগোনা। এই বিষয়ে থানচি উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইহ্লা মং মার্মা জনকণ্ঠকে বলেন, থানচিতে এই দুই সেতু নির্মাণের ফলে পার্শ¦বর্তী উপজেলা রুমার বগালেক পর্যটনে অনায়েসে যাওয়া যাবে, ফলে পর্যটকের আগমন বাড়বে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র একান্তিক প্রচেষ্টা ও নির্বাচনী অঙ্গীকার পূরণের অংশ হিসেবে সেতুগুলো নির্মাণে অনুমোদন পাওয়ায় স্থানীয়রা আনন্দ প্রকাশ করছে। অনেকে মনে করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে রুমা ও থানচির আগে ২টি সাঙ্গু সেতু নির্মাণের ফলে দুই উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়। আর নতুন এই ৩টি সাঙ্গু সেতু নির্মাণের ফলে জেলার একসময়ের দুর্গম থানচি ও রোয়াংছড়ির যোগাযোগ বিচ্ছিন্ন অনেক এলাকায় সহজে স্থানীয়রা যাতায়াত করতে পারবে, উপজেলাগুলোর পর্যটন উন্নয়নে সহায়ক হবে। এই বিষয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আব্দুল আজিজ জনকণ্ঠকে বলেন, তিন সেতুর কাজ দ্রুত শুরু করা হবে। এই সেতু নির্মাণের ফলে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ফলে এলাকার অর্থনীতি চাঙ্গা হবে।
×