ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবৈধ পথে দেড় কোটি টাকা আয়ের অভিযোগে রেলের কর্মচারী গ্রেফতার

প্রকাশিত: ১১:১০, ২৬ জুন ২০১৯

অবৈধ পথে দেড় কোটি  টাকা আয়ের অভিযোগে রেলের কর্মচারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চাকরির প্রলোভন দিয়ে ঘুষ এবং অবৈধ নানা খাত থেকে দেড় কোটি টাকা আয়ের অভিযোগে পূর্বাঞ্চলীয় রেলওয়ের তৃতীয় শ্রেণীর এক কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। অলীউল্লাহ ওরফে সুমন (৩২) নামের এ কর্মচারী সংস্থাটির চীফ কর্মাশিয়াল ম্যানেজার কার্যালয়ের সহকারী দাবি পরিদর্শক (এসিআই)। মঙ্গলবার এ কর্মচারীকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সূত্রে জানানো হয়, গ্রেফতার সুমন ময়মনসিংহের নান্দাইল থানার বারুইগ্রামের মিশ্রীপুরের আবদুর রহমানের পুত্র। ঘুষ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৮ সালের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। গ্রেফতারের পর তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
×