ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রাজিলে প্রশিক্ষণ নিতে যাচ্ছে চার ফুটবলার

প্রকাশিত: ১০:৩১, ২৫ জুন ২০১৯

 ব্রাজিলে প্রশিক্ষণ নিতে যাচ্ছে চার ফুটবলার

স্পোর্টস রিপোর্টার ॥ কয়েক মাস আগে বঙ্গবন্ধু অনুর্ধ-১৭ গোল্ডকাপ টুর্নামেন্ট দেশব্যাপী অনুষ্ঠিত হয়েছিল। সেই আসরে অংশ নিয়েছিল এক লাখ ১০ হাজার ফুটবলার। সেখান থেকে নৈপুণ্যের বিচারে বেছে নেয়া হয়েছিল ৪২ ফুটবলারকে। তাদের সাভারের জিরানির বিকেএসপিতে রেখে তিন মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছিল। সেখান থেকে চূড়ান্তভাবে বাছাই করা হয় চার জনকে। এরা হলেন- ওমর ফারুক মিঠু, যোগেন লারকা, লতিফুর রহমান নাহিদ ও নাজমুল হোসেন আকন্দ। ক্রীড়া পরিদফতর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক এই চার ফুটবলারকে এক মাসের প্রশিক্ষণের জন্য ব্রাজিলে প্রেরণ করা হবে। এই প্রশিক্ষণে অংশগ্রহণের লক্ষ্যে এই ফুটবলাররা মঙ্গলবার রাতে (১টা ৪০ মিনিটে) বিমানযোগে ব্রাজিলের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। তাদের ব্রাজিল যাওয়া উপলক্ষে বাফুফের সভাপতির সঙ্গে সোমবার মতিঝিলের বাফুফে ভবনে এক সাক্ষাতকার পর্ব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সোমবারই বাফুফে ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন, বাংলাদেশের ব্রাজিলীয় রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেয়রা জুনিয়র যুব ও ক্রীড়া ভারপ্রাপ্ত সচিব ড. জাফর উদ্দিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক এম জে এইচ জাবেদ এবং ক্রীড়া পরিদফতরের পরিচালক মমিনুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ফিফা কাউন্সিল মেম্বার, এএফসি ও বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বাফুফে মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, বাফুফে সদস্য শওকত আলী খান জাহাঙ্গীর ও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামীতে মেয়েদেরও ব্রাজিলে উন্নত প্রশিক্ষণ গ্রহণের জন্য পাঠানো হবে।
×