ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বগুড়া-৬ উপনির্বাচনে শেষ মুহূর্তের প্রচার তুঙ্গে

প্রকাশিত: ০৯:৪৯, ২২ জুন ২০১৯

  বগুড়া-৬ উপনির্বাচনে শেষ মুহূর্তের প্রচার তুঙ্গে

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ আর ৪৮ ঘণ্টা পরই জাতীয় সংসদের বগুড়া সদর শূন্য আসনের উপনির্বাচন। শেষ মুহূর্তের নির্বাচনী প্রচার এখন তুঙ্গে। চলছে নানা হিসাব- নিকাশ। প্রার্থী ও সর্মথকরা ভোটারদের মন জয় করার সর্বশেষ চেষ্টা চালাতে ছুটছেন। তবে কে জিতবে এমন আলোচনার সঙ্গে এই ভোটের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে ইভিএম। বগুড়া সদর আসনের (বগুড়া-৬) ২৪ জুনের উপনির্বাচনে বগুড়ায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হতে যাচ্ছে। এ নিয়ে ভোটারদের মধ্যে কৌতূহলসহ রয়েছে নানামুখী আগ্রহ। আর ইভিএম নিয়ে প্রশ্ন দূর ও ভোট দেয়ার সময় এ সংক্রান্ত সমস্যা রোধে শনিবার নির্বাচনী এলাকার সব কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ভোটের আগে মক বা রিহার্সেল (অনুশীলনমূলক) ভোট। ভোটারদের সামনে অত্যাধুনিক প্রযুক্তির ইভিএম মেশিনে ভোট দয়ার পদ্ধতি জানিয়ে দেয়ার লক্ষ্যে নির্বাচন কমিশন এই মক ভোটের আয়োজন করেছে। ইভিএম ও মক ভোট উপলক্ষে শুক্রবার বগুড়া জেলা নির্বাচন ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এক মতবিনিময়ে ইভিএম সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বগুড়া সদর আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ না নেয়ায় শূন্য হয় বগুড়া সদর-৬ নির্বাচনী আসন। উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত টি জামান নিকেতা, বিএনপির গোলাম মোহাম্মাদ সিরাজ ও জাপার নুরুল ইসলাম ওমরসহ মোট ৭ প্রতিদ্বন্দী থাকলেও বৃহস্পতিবার নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী কবির আহম্মেদ মিঠু। বগুড়া সদর আসনে ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ ভোটার মোট ১৪১ টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন অফিস জানায়, প্রতিটি বুথের জন্য ব্যাক আপ হিসেবে অতিরিক্ত ইভিএম সেট রাখা হচ্ছে। প্রতি কেন্দ্রে ইভিএমের জন্য টেকনিক্যাল টিমে সশস্ত্র বাহিনীর ২ সদস্যসহ মোট ৩ জন দায়িত্বে থাকবেন। এছাড়া ইভিএমের বিশেষ মোবাইল টেকনিক্যাল সাপোর্টিংয়ে থাকবেন ২৬ সদস্য। কোথাও ইভিএমে ভোট গ্রহণে সমস্যা দেখা দিলে এই টিমের সদস্যরা সেখানে যাবেন। শুক্রবার জেলা নির্বাচন অফিসে আয়োজিত মতবিনিময় সভায় জেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার মোঃ মাহবুব আলম শাহ , ইভিএম কমকর্তা মেজর মাজহারুল হাসান, স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান, নির্বাচন অফিসার জাকির হোসেন, আনিসুর রহমানসহ অন্যান্য নির্বাচনী কর্মকর্তা উপস্থিত ছিলেন। নির্বাচনী কর্মকর্তারা জানান, ইতোপূর্বে ভোট গ্রহণ কর্মকর্তাদের দু’দিনব্যাপী ইভিএমে ভোট গ্রহণ সম্পর্কিত প্রশিক্ষণ দেয়া হয়েছে। ভোটারদের ধারণা দেয়ার জন্য ভোটকেন্দ্রে ইভিএম প্রদর্শন চলছে। ভোট গ্রহণের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আধা ঘণ্টার মধ্যেই প্রতি কেন্দ্রেই ভোটের ফল দেয়া হবে বলে জানানো হয়। আর এবার ভোটের অন্যতম আলোচিত বিষয় ‘ইভিএম’ এ ভোট প্রদান সহজতর ও ইভিএম সম্পর্কে জানার জন্য ভোটারদের জন্য নেয়া হয়েছে মক ভোটিং। নির্বাচনী কর্মকর্তারা এটিকে রিহার্সেল বা অনুশীলনমূলক আয়োজন হিসেবে উল্লেখ করেছেন। নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে ২২ জুন এক সঙ্গে বগুড়া সদর আসনের ১৪১টি কেন্দ্রে এই মক ভোটিং সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অর্থাৎ ভোটের আগেই আজ বগুড়ায় হচ্ছে অনুশীলন ভোট। তবে সেটি রিহার্সেলিং ভোট । যার কারণ ইভিএম। নতুন পদ্ধতির সঙ্গে ভোটারদের আস্থা বাড়াতেই এই আয়োজন। এর মধ্য দিয়ে ইভিএম সম্পর্কে প্রশ্ন বা সংশয় থাকলে ভোটারদের মন থেকে তা দূর হবে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা। জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, ভোটারদের ইভিএম সম্পর্কে সচেতন ও ভোট গ্রহণ সহজতর করতে মক ভোটিং বা রিহার্সেল ভোটের আয়োজন করা হয়েছে।
×