ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ব্রাদার্সকে হারাল সাইফ, মুক্তিযোদ্ধা-নোফেল ম্যাচ ড্র

প্রকাশিত: ১১:৫৯, ১৮ জুন ২০১৯

 ব্রাদার্সকে হারাল সাইফ, মুক্তিযোদ্ধা-নোফেল ম্যাচ ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগে সোমবার জিতে আবারও জয়ের ধারায় ফিরে এসেছে সাইফ স্পোর্টিং ক্লাব। এদিন তারা ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দু’বারের লীগ চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডকে হারায় ২-০ গোলে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আলেসান্দ্রো সেলিনের জোড়া গোলে (৫০ ও ৯৩ মিনিটে) জয় কুড়িয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে তারা। প্রথম লেগেও ব্রাদার্সকে ২-১ গোলে হারিয়েছিল সাইফ। ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানেই থাকল সাইফ। ১৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে (১৩ দলের মধ্যে) আছে ব্রাদার্স। অন্যদিকে প্রতিশোধের ম্যাচে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিয়ে আগের লেগের ম্যাচে হারের কষ্ট কিছুটা হলেও কমাতে পেরেছে নবাগত নোফেল স্পোর্টিং ক্লাব। গোল করেন ২৯ মিনিটে নোফেলের খন্দকার আশরাফুল ইসলাম এবং ৬৩ মিনিটে মুক্তির গিনি ডিফেন্ডার ইয়ামুসা কামারা। প্রথম লেগে নোফেল ০-২ গোলে হেরেছিল ‘দ্য রেডস’ খ্যাত মুক্তিযোদ্ধার কাছে। ১৬ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে দু’বারের শিরোপাধারী মুক্তিযোদ্ধা। ১০ পয়েন্ট নিয়ে আগের একাদশ স্থানেই আছে নোফেল। তারা খেলেছে ১৫ ম্যাচ। আর এই দুটি ম্যাচ দিয়েই শেষ হলো লীগের সপ্তদশ রাউন্ডের খেলা। এই রাউন্ড শেষে মাঝে আবাহনীর দুটি এএফসি কাপের হোম এ্যান্ড এ্যাওয়ে ম্যাচে প্রায় ১০ দিনের বিরতি শেষে লীগের অষ্টাদশ রাউন্ড শুরু হবে আগামী ২৭ জুন থেকে।
×