ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ১০:১৫, ১৮ জুন ২০১৯

টুকরো খবর

স্কুলছাত্রের হত্যাকারীদের গ্রেফতার দাবি স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার উজিরপুর উপজেলার বামরাইল এবি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ইসরাফিল হাওলাদার নয়নের হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও দেড় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। সোমবার সকাল দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত বরিশাল-ঢাকা মহাসড়কের জয়শ্রী বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। অস্ত্রসহ দুই জলদস্যু আটক নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১৭ জুন ॥ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জলদস্যু সর্দার সৌরভ বাতাইন্নার দুই সহযোগীকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড । কোস্টগার্ড জানায়, তমরদ্দি বাজারের পার্শ্বে জলদস্যু সর্দার সৌরভ বাতাইন্নাসহ তার সহযোগীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফঃ মাহমুদ সাব্বির এ অভিযান চালায়। পুলিশ সদস্য দুই দিনের রিমান্ডে স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ইয়াবাসহ গ্রেফতার পুলিশ সদস্য সিদ্দিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশের আবেদনের প্রেক্ষিতে সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। জানা গেছে, সিদ্দিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। আদালত শুনানি শেষে দু’দিনের জন্য রিমান্ডে নেয়ার অনুমতি দেয়। উল্লেখ্য, গত ১৪ জুন শুক্রবার চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার সিজিএস কলোনি এলাকায় গ্রেফতার হন পুলিশ সদস্য সিদ্দিকুর রহমান। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও র‌্যাবের এই অভিযানে তার কাছ থেকে উদ্ধার হয় ১০ হাজার ইয়াবা এবং ৮০ হাজার টাকা। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। টোল আদায়ের প্রতিবাদ সংবাদদাতা, সৈয়দপুর, নীলফামারী, ১৭ জুন ॥ সৈয়দপুর পৌরসভা কর্তৃক টার্মিনাল এলাকার বাহিরে অবৈধভাবে টোল আদায়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পরিবহন বিভাগের দুটি সংগঠন। সোমবার দুপুরে সৈয়দপুর বাসটার্মিনাল এলাকায় জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অভিযোগ করা হয় টার্মিনালের বাহিরে টোল আদায়ের প্রতিবাদে উচ্চ আদালতে রিট আবেদন করা হলে আদালত থেকে বা বন্ধের নির্দেশনা দেয়া হয়। ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৭ জুন ॥ শেরপুরে এক তরুণীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে মিলন মিয়া (৩৬) নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড হয়েছে। সোমবার দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আখতারুজ্জামান মামলার একমাত্র আসামির অনুপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। একই সঙ্গে ধর্ষিত তরুণীর গর্ভে জন্ম নেয়া কন্যা শিশুর ভরণ- পোষণে জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এক লাখ টাকা অর্থদন্ড আদায়ের নির্দেশ দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত মিলন সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের খরখরিয়া গ্রামের লোকমান হোসেন খোকার ছেলে। তবে দন্ডিত যুবক মিলন ঘটনার পর থেকেই পলাতক। পরিবহন ধর্মঘট প্রত্যাহার দাবি নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ১৭ জুন ॥ সুনামগঞ্জ-সিলেট বিআরটিসি বাস বন্ধের দাবিতে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা অনৈতিক ধর্মঘট প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার দুপুর ১টায় সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ারে এই কর্মসূচীর আয়োজন করে সুনামগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদ। এ সময় তারা সড়কে উন্নত বাস সার্ভিস চালু, বিআরটিসি বাসের সংখ্যা বৃদ্ধি, চলমান গাড়ির ভাড়া কমানো, বাস টার্মিনালে যাত্রী ছাউনি নির্মাণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন মানববন্ধনে। দুঘণ্টাব্যাপী চলা প্রতিবাদ কর্মসূচীতে একাত্মতা পোষণ করেন জেলা আইনজীবী সমিতি, জেলা ক্রীড়া সংস্থা, হাওড় বাঁচাও আন্দোলন, রিপোর্টার্স ইউনিটি, শিক্ষাবিদ, লেখক, কবি, মুক্তিযোদ্ধারাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শিশু ধর্ষণকারী আটক সংবাদদাতা, সাভার, ১৭ জুন ॥ আশুলিয়ায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তুষার খাঁ নামের (২৬) এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সকালে আশুলিয়ার কাঠগড়া পশ্চিম পাড়া থেকে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। ধর্ষণের শিকার ওই শিশু তার বাবা মার সঙ্গে কাঠগড়া এলাকার আমজাদ সরকারের বাড়িতে ভাড়া থাকত। পটিয়ায় ব্যবসায়ীদের বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা,পটিয়া, ১৭ জুন ॥ পটিয়া পৌর সদরের মুন্সেফ বাজারের দ্বিতীয় তলা চুক্তিমূলে ভাড়া দেয়ার প্রতিবাদে ব্যবসায়ীরা মানববন্ধন বিক্ষোভ করেছে। সোমবার বেলা ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার-আরাকান মহাসড়কের মুন্সেফ বাজার এলাকায় শতাধিক ব্যবসায়ী মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধন চলাকালে মুন্সেফ বাজারের দ্বিতীয় তলায় পৌরসভার অর্থায়নে নির্মিত ফ্লোরের ওয়াল ভাংচুর করা হয়েছে। শুকর আলী মুন্সেফ বাজার ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত কর্মসূচীতে সভাপতিত্ব করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির পটিয়া শাখার সভাপতি এমএ ইউছুপ। বক্তব্য রাখেন- দোকান মালিক সমিতির সিনিয়র সহসভাপতি ওসমান গণি খসরু, দিদারুল আলম, হাজী শহিদুজ্জামান শহিদ, আবদুল মান্নান প্রমুখ। দুই ধর্ষক আটক নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৭ জুন ॥ রায়পুরে এক নারীকে হাত পা বেঁধে গণধর্ষণের ঘটনায় দু’বখাটে যুবককে আটক করেছে পুলিশ। ভিকটিমের মেডিক্যাল পরীক্ষা সোমবার দুপুরে জেলা সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। রায়পুর উপজেলার উত্তর চরআবাবিল গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ দুই ধর্ষককে রায়পুর উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নের কুচিয়ামারা এলাকা থেকে আটক করে। পরে আটককৃত মাসুদ ও বাচ্চুকে গ্রেফতার দেখিয়ে বিকেলে কোর্টহাজতে প্রেরণ করা হয়। ঈশ্বরদীর শিক্ষক ঢাকা থেকে গ্রেফতার স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদী আলহাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হককে সোমবার দুপুরে ঢাকার শাহবাগ এলাকা থেকে ঈশ্বরদী থানা পুলিশ গ্রেফতার করেছে। ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকি বিপিএম, পিপিএমের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। ২০০০ সালের নারী ও নির্যাতন আইনে ঈশ্বরদী থানায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি আলহাজ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা করা হয়। মামলা করার পর থেকে প্রধান শিক্ষক মোজাম্মেল হক পলাতক ছিলেন। এদিকে ওই ছাত্রীর শ্লীলতাহানি ও মামলা দায়েরের পর থেকে প্রধান শিক্ষককে গ্রেফতারের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করে।
×