ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে স্ত্রীকে খুন করে স্বামীর বিষপান

প্রকাশিত: ১০:১০, ১৮ জুন ২০১৯

 দিনাজপুরে স্ত্রীকে খুন করে  স্বামীর বিষপান

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ঘোড়াঘাট উপজেলা পল্লীতে পারিবারিক কলহের জের ধরে মারধরে স্ত্রী মারা যাওয়ার পর স্বামী বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। জানা যায়, ঘোড়াঘাট উপজেলার কালুপাড়া গ্রামের আদিবাসী রবিন মার্ডী (৪৫) এর সঙ্গে তার স্ত্রী শ্রীমতি কেরিনা মুরমু (৩৫)’র প্রায়ই পারিবারিক কলহ লেগেই থাকত। গত রবিবার রাতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে মারধর করে রবিন মার্ডী। এ সময় স্থানীয়রা বাড়িতে গিয়ে দেখে কেরিনা মুরমু মারা গেছে এবং তার স্বামী রবিন মার্ডী বিষপান করে ছটফট করছে। লোকজন রবিনকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গফরগাঁওয়ে যুবকের লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা গফরগাঁও থেকে জানান, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা পুলিশ হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে। সোমবার সকালে উপজেলার পাইথল ইউনিয়নের জয়ধরখালী গ্রামে গফরগাঁও-গয়েশপুর সড়কের পাশের ঝোপে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পাগলা থানার পুলিশ অজ্ঞাত লাশ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নড়াইল নিজস্ব সংবাদদাতা নড়াইল থেকে জানান, নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামে নাজমুল ইসলাম দুখু (৪৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মোসলেম শেখের ছেলে। গিলাতলা গ্রামের শুভ সরকার জানান, নাজমুল রবিবার সকালে বাড়ি থেকে বের হয়। তার পর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। অনেক খোঁজা খুঁজির পর সোমবার সকালে গিলাতলা রাস্তার পাশে মকছেদ মল্লিকের জমিতে নাজমুলের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পরে লোহাগড়া থানায় খবর দেয়া হলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। নোয়াখালী নিজস্ব সংবাদদাতা নোয়াখালী থেকে জানান, বেগমগঞ্জের মধ্য জীরতলী গ্রামে প্রবাস ফেরত জসিম উদ্দিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সোয়া ৯ টার সময় বাড়ির পেছন থেকে তার মদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জীরতলী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলনের পুরান বাড়ি গুন হাজীবাড়ির জসিম উদ্দিন রবিবার রাত ১০টার পর ঘর থেকে বের হয়ে যাওয়ার পর তিনি আর ঘরে ফিরে আসেননি। এর আগেও তিনি এভাবে রাতে বের হয়ে যেতেন। সোমবার সকালে তার মরদেহ একই বাড়ির দক্ষিণ আফ্রিকায় প্রবাসী ফারুকের বসত ঘরের পেছনে পাওয়া যায়। কেরানীগঞ্জ নিজস্ব সংবাদদাতা কেরানীগঞ্জ থেকে জানান, ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে এম ভি মিতালী-৭ লঞ্চের তৃতীয় তলার ৩০৯ নাম্বার কেবিন থেকে নীলুফা আক্তার (৫৫) নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানার পুলিশ। পরে নৌ পুলিশ দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে লাশটি হস্তন্তর করে। দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জানা যায়, যাত্রীবাহী লঞ্চ এম ভি মিতালী-৭ সোমবার সকালে চাঁদপুর থেকে যাত্রী নিয়ে সকাল ৭টায় ঢাকা সদরঘাট টার্মিনালে পৌঁছে। এ সময় সকাল ৮টা পর্যন্ত সকল যাত্রী নেমে গেলে সাড়ে ৮টায় লঞ্চে কেবিন বয়রা কেবিন পরিস্কার করতে গেলে ওই গৃহবধূর মৃতদেহ দেখতে পেয়ে নৌ পুলিশকে খবর দেয়।
×