ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপি চায় ইভিএম প্রত্যাহার

প্রকাশিত: ০৯:১৫, ১৮ জুন ২০১৯

 বিএনপি চায়  ইভিএম  প্রত্যাহার

স্টাফ রিপোর্টার ॥ বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে ইভিএম ব্যবহার করে ভোট গ্রহণের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বিএনপি। তারা অভিযোগ করেন এই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনে আরও বেশি জালিয়াতির আশঙ্কা রয়েছে। বগুড়া-৬ আসনে ধানের শীষের ভোট বেশি হওয়ার কারণে প্রতিটি কেন্দ্রেই পরিকল্পিভাবে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকারের আজ্ঞাবাহী নির্বাচন কমিশন। সোমবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ না থাকলেও এই প্রক্রিয়ায় আরও বেশি জালিয়াতি করা সম্ভব। এর আগেও (একাদশ নির্বাচন) ভোটের বদলে প্রিসাইডিং অফিসার ইভিএমে ভোট চুরি করেছে। অবিলম্বে এই ইভিএম প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। তিনি বলেন, অতীতে দেখা গেছে ইভিএম জটিলতার জন্য ভোটাররা ভোট দিতে এসে লাইনে দিনভর দাঁড়িয়ে থেকে ভোট দিতে না পেরে ফিরে গেছে। ইভিএমের কোন পেপার ট্রেইল না থাকায় ভোট দেয়া-না দেয়ার প্রমাণ থাকে না। বাংলাদেশে ইভিএম পদ্ধতি ব্যবহারের মূল উদ্দেশ্য হলো ইভিএম মেশিন দ্বারা ইলেক্ট্রনিক পদ্ধতিতে দূরবর্তী স্থানে থেকেও ভোট ডাকাতি করা সম্ভব।
×