ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ১০:২৪, ১৬ জুন ২০১৯

 বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

শনিবার বিএসটিআইর উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিমুল এহসানের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত মহানগরীর গুলশান এলাকায় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে অপর একটি ভ্রাম্যমাণ আদালত মহানগরীর মালিবাগ, মাতিঝিল, শান্তিনগর এবং খিলগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অমান্য করে নিষিদ্ধ ঘোষিত পণ্য বিক্রয় করায় গাজী স্টোর, মালিবাগবাজার, ঢাকা, মায়ের দোয়া ডিপার্টমেন্টাল স্টোর, ফকিরাপুল বাজার, আবদুস সালাম সড়ক, ঢাকা, বড় ভাইয়া জেনারেল স্টোর, শান্তিনগর বাজার, ঢাকা, পারভিন ট্রেডার্স, সিটি কর্পোরেশন মার্কেট, খিলগাঁও, তালতলা, ঢাকা এবং বাবুল স্টোর, খিলগাঁও তালতলা বাজারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। -বিজ্ঞপ্তি
×