ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত ৩০

প্রকাশিত: ০৯:৪২, ১৩ জুন ২০১৯

 মাদারীপুরে নির্বাচনকে  কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত ৩০

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১২ জুন ॥ সদর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের মধ্য গাছবাড়িয়া এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ ৩০ জন আহত হয়েছে। এ ঘটনায় ১১ জনকে আটক করে পুলিশ। বুধবার সকাল থেকে দফায় দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড গুলিবর্ষণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা রয়েছে। জানা গেছে, বুধবার সকালে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কাজল কৃষ্ণ দের সমর্থক মোজলেম আকন, লাভলু তালুকদার গ্রুপের লোকজন সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের মধ্য গাছবাড়িয়া এলাকায় পোস্টার টাঙ্গাতে ছিল। ঈশ্বরদীতে আহত ৩০ স্টাফ রিপোর্টার ঈশ্বরদী থেকে জানান, জিয়াউল ইসলাম ও সুমন ফরাজী গ্রুপের মধ্যে বুধবার দুপুরে সৃষ্ট ভয়াবহ সংঘর্ষে মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে নাবিলা খাতুন, আবদুস সামাদ, শাজাহান, নাহিদুল ইসলাম ও পিয়াসকে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর সুমন ফরাজী গ্রুপের সদস্যরা জিয়াউলের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার,গরু-ছাগলসহ প্রায় চার লাখ টাকার সম্পদ নিয়ে গেছে। জানা যায়, পূর্ব শত্রুতার জের ও একটি লিচু বাগানের স্বত্ব দখলকে কেন্দ্র করে বুধবার দুপুরে তিলকপুর গ্রামের সুমন ফরাজী ও জিয়াউল গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।
×