ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যশোরে মৌখিক তালাকে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: ০৯:৩৬, ১৩ জুন ২০১৯

 যশোরে মৌখিক  তালাকে গৃহবধূর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ স্বামীর দেয়া মৌখিক তালাক সহ্য করতে না পেরে হাফিজা খাতুন নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাতে শহরের ঝুমঝুমপুর এলাকায় গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত হাফিজা খাতুন ওই এলাকার জাহিদ পারভেজের ভাড়াটিয়া আবদুল হালিমের মেয়ে। বছর খানেক আগে ঝিকরগাছা উপজেলার লাউজানী গ্রামের সাইফুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে খবর পেয়ে ঝুমঝুমপুর এলাকার একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত হাফিজা খাতুনের ফুফা আবদুল মজিদ জানান, হাফিজার বিয়ের সময় আসবাবপত্রসহ প্রায় এক লাখ টাকার বিভিন্ন পণ্য যৌতুক দেয়া হয়। পরে সাইফুলের পরিবার যৌতুক হিসেবে আরও দুই লাখ টাকা দাবি করে। দিতে না পারায় সাইফুলসহ তার মা-বাবা বিভিন্ন সময় হাফিজাকে নির্যাতন করত। একপর্যায়ে মাস দুয়েক আগে সাইফুল হাফিজাকে মৌখিকভাবে তালাক দেয়। এ নিয়ে যশোর লিগ্যাল এইডে তিন দফা সালিশ হয়। তবে কোন সমাধান না হওয়ায় মানসিকভাবে বিধ্বস্ত হাফিজা আত্মহত্যা করেন।
×