ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চাঁদ দেখতে আধুনিক যন্ত্র কিনবে ধর্ম মন্ত্রণালয়

প্রকাশিত: ১৩:০৫, ১১ জুন ২০১৯

 চাঁদ দেখতে আধুনিক  যন্ত্র কিনবে ধর্ম  মন্ত্রণালয়

বিডিনিউজ ॥ এবার রোজার ঈদের চাঁদ দেখা নিয়ে বিভ্রাটের পরিপ্রেক্ষিতে ধর্ম মন্ত্রণালয় আধুনিক যন্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানান হয়। জাতীয় চাঁদ দেখা কমিটি ৪ জুন সন্ধ্যায় প্রথমে ঘোষণা দেয় দেশের কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদ হবে ৬ জুন। রাত ১১টার দিকে চাঁদ দেখার ঘোষণা দিয়ে বলা হয়, পরদিনই ঈদ হবে। এ নিয়ে সমালোচনার প্রেক্ষাপটে সংসদীয় কমিটির বৈঠকেও বিষয়টি আলোচনায় ওঠে। কমিটির সভাপতি রুহুল আমীন মাদানী সাংবাদিকদের বলেন, ‘চাঁদ দেখা নিয়ে যাতে ভবিষ্যতে কোন বিতর্ক তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে বলেছে সংসদীয় কমিটি। মন্ত্রণালয় বলেছে চাঁদ দেখার জন্য আধুনিক যন্ত্র কেনা হবে।’ নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ‘চাঁদ দেখার জন্য আধুনিক যন্ত্র কেনার আলোচনা উঠলে ধর্মসচিব বৈঠকে জানান, চাঁদ দেখার জন্য থিওডোলাইট জাতীয় যন্ত্র কেনা হবে।’
×