ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মাশরাফিদের জয়ের সম্ভাবনা আজ ৬০ ভাগ

প্রকাশিত: ১১:৫২, ১১ জুন ২০১৯

 মাশরাফিদের জয়ের সম্ভাবনা আজ  ৬০ ভাগ

রুমেল খান ॥ যশোরের ছেলে তিনি। জন্ম ১৯৮৩ সালের ২০ ডিসেম্বর। পেশা ক্রিকেট। প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে তার ম্যাচ, রান, সেঞ্চুরি এবং ডাবল সেঞ্চুরি সবার চেয়ে বেশি। তার পুরো নাম শেখ তুষার ইমরান। একটু সংক্ষিপ্ত করে শুধু ‘তুষার ইমরান’ বললেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা এক মুহূর্তেই চিনে ফেলবেন তাকে। ৩৫ বছর বয়সী তুষার সর্বশেষ টেস্ট-ওয়ানডে খেলেছেন প্রায় এক যুগ হয়ে গেল। এই দুই ভার্সনে এখনও অবসর না নিয়ে এখনও ঘরোয়া ক্রিকেট খেলে যাচ্ছেন দাপটের সঙ্গে। আশায় আছেন একদিন নিশ্চয়ই আবারও জাতীয় দলের বন্ধ দরজাটা খুলে যাবে তার জন্য। সেই সঙ্গে আরেকটা আশাও গত কয়েকদিন ধরে সযত্নে লালন করছেন অন্তরে। সেটা হলো চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপে নিজের প্রিয় লাল-সবুজের বাংলাদেশ যেন ভাল ফলাফল করে। সোমবার অনেক কষ্টে মোবাইলে ধরা গেল তাকে। যশোর থেকে ঢাকায় রওনা হয়েছেন ৫ টেস্ট ও ৪১ ওয়ানডে ম্যাচ খেলা তুষার। মিনি ইন্টারভিউটা তাই ফোনেই দিয়ে দিলেন। বাংলাদেশ এ পর্যন্ত তিন ম্যাচ খেলে ফেলেছে। একটি জয়ের বিপরীতে হেরেছে দুটিতে। হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে। আর হেরেছে নিউজিল্যান্ডের কাছে ২ উইকেটে এবং ইংল্যান্ডের কাছে ১০৬ রানে। খেলাগুলো দেখেছেন কি না? দেখে থাকলে কিভাবে প্রস্তুতি নিয়ে দেখেছেন? আর এই তিন ম্যাচে বাংলাদেশের পারফর্মেন্স কেমন ছিল? একে একে প্রশ্নগুলোর উত্তর দিলেন প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম বাংলাদেশী উইলোবাজ হিসেবে ১০ হাজার এবং ১১ হাজার রান পূর্ণ করা তুষার, ‘আমি বাংলাদেশের তিনটি খেলাই দেখেছি, যশোরে নিজেদের বাড়িতে। তবে কাউকে সঙ্গে নিয়ে দেখিনি, একা একাই দেখেছি। একা খেলা দেখার একটা সুবিধা আছে, টিভির রিমোটের অধিকারটা নিজের হাতেই থাকে!’ একটু দম নিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৭১ ম্যাচ খেলা তুষার যোগ করেন, ‘নিজেদের প্রথম তিন ম্যাচে ভালই খেলেছে বাংলাদেশ। তবে কার্ডিফে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ডের বিরুদ্ধে আমার মনে হয় প্লেয়ার সিলেকশন পুরোপুরি ঠিক হয়নি। পেসার রুবেল হোসেনকে বসিয়ে না রেখে খেলালে ভাল হতো। তাহলে ইংল্যান্ডের এত রান হতো না।’ এই তিন ম্যাচে বাংলাদেশী ব্যাটসম্যানদের কোন দুর্বলতা? ‘না, আমার কাছে ব্যাটিং ঠিকঠাকই মনে হয়েছে। কোন অভিযোগ নেই। তবে তৃতীয় ম্যাচে অনেকেই মিঠুন এবং মাহমুদুল্লাহর সমালোচনা করেছেন। আমার তা মনে হয় না। মিঠুন (২ বলে ০ রান) মোটেও বাজে ব্যাটিং করেননি। তিনি খেলার চেষ্টা করেছেন পরিস্থিতি অনুযায়ী। একই কথা প্রযোজ্য মাহমুদুল্লাহ্র (৪১ বলে ২৮) বেলাতেও। তিনি যখন ক্রিজে আসেন, তখন দ্রুত উইকেট পড়ে যাচ্ছিল। কাজেই একজনের একপ্রান্ত ধরে খেলার প্রয়োজন ছিল। সেটাই তিনি করেছেন। এমন অবস্থায় তিনি কি-ই বা আর করতে পারতেন?’ অভিমত প্রথম শ্রেণীর ক্রিকেট ১১,৪৩৩ রান, ৩১ শতক এবং ৩টি দ্বিশতকের অধিকারী তুষারের। আজ মঙ্গলবার ব্রিস্টলে বাংলাদেশ নিজেদের চতুর্থ ম্যাচটি খেলতে মাঠে নামবে। প্রতিপক্ষ একবারের চ্যাম্পিয়ন এবং দু’বারের রানার্সআপ শ্রীলঙ্কা। পয়েন্ট টেবিলে দশ দলের মধ্যে লঙ্কানরা আছে পাঁচ নম্বরে, আর আটে আছে বাংলাদেশ। কি মনে হয়, কে জিতবে এই ম্যাচে? প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫৯ অর্ধশতকের মালিক তুষারের ত্বড়িত জবাব, ‘হতে পারে শ্রীলঙ্কা তিনবার ফাইনাল খেলা দল। তবে সাম্প্রতিক সময়ে তাদের ফর্ম খুবই নিম্নমুখী। আর তার বিপরীতে বাংলাদেশের নৈপুণ্য ঈর্ষা জাগানিয়া। কাজেই আমি দৃঢ় আশাবাদী মঙ্গলবারের ম্যাচে বাংলাদেশই জিতবে। তাদের জয়ের সম্ভাবনা ৬০ ভাগ।’ আজকের ম্যাচে বাংলাদেশ দলে দুটি (ব্যাটিং এবং বোলিং- উভয় বিভাগেই) পরিবর্তন হলে ভাল হয় বলে অভিমত ব্যক্ত করেন প্রথম শ্রেণীর ক্রিকেটে এক মৌসুমে বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ ১২৪৯ রান করার এই রেকর্ডধারী। এবারের বিশ্বকাপের সেমিতে উঠতে পারে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। বাংলাদেশ যদি আরও দুটি ম্যাচ জেতে, তাহলে তারাও এই তালিকায় আসতে পারে বলে মনে করেন প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারে দু’বার ম্যাচের দুই ইনিংসে শতক হাঁকানোর বিরল কীর্তিধারী তুষার। তুষারের দৃষ্টিতে এবারের আসর মাতাতে পারেন বাংলাদেশের সাকিব আল হাসান, ভারতের রোহিত শর্মা, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ। একটু হেসে বলেন, ‘আমি নিজে ব্যাটসম্যান তো, তাই ব্যাটসম্যানদের দিকেই বেশি পক্ষপাতী আর কি!’ সেই সঙ্গে জানিয়ে দিলেন তার অতীতের প্রিয় উইলোবাজদের নামও- অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ্, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, ভারতের শচীন টেন্ডুলকর এবং পাকিস্তানের ইনজামাম-উল-হক। ৪৬ দিনে এবারের বিশ্বকাপের ৪৮ ম্যাচ অনুষ্ঠিত হবে। তুষারের মতে, ‘আগে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হতো গ্রুপ ফরম্যাটে এবং আরও কম সময়ের মধ্যে। সেটাই ভাল ছিল। এখন হচ্ছে লীগ পদ্ধতিতে। তবে এখন বেশি সময় নিয়ে হওয়ায় তাতে দলগুলোর সুবিধাই হবে। কেননা তারা নিজেদের প্রস্তুতির জন্য বেশি সময় পাবে।’ ওয়ানডে ক্রিকেটে নিয়ম-কানুনের চক্করে বোলারদের চেয়ে ব্যাটসম্যানরাই বেশি সুবিধা পান। এ প্রসঙ্গে তুষারের মন্তব্য, ‘ওয়ানডে ক্রিকেট বিনোদনের খেলা। দর্শকরা রানের ফুলঝুড়ি দেখে বিনোদিত হয়। কাজেই আমি মনে করি এটা ঠিকই আছে।’
×