ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রামপুরায় বাবার বকুনি খেয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

প্রকাশিত: ১০:৩৭, ৯ জুন ২০১৯

 রামপুরায় বাবার  বকুনি খেয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রামপুরায় বাবার বকুনি খেয়ে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। এদিকে যাত্রাবাড়ীতে সন্তানের চোখের সামনে বাসের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়া মোহাম্মদপুরে একটি আবাসিক ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার সূত্রগুলো জানায়, শুক্রবার রাতে রামপুরার বনশ্রীতে বাবার বকুনি খেয়ে সেবাজ হোসেন (১১) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। সে স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল। তার বাবার নাম গোলাম মোস্তফা। বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জের দক্ষিণ আলোনিয়ায়। নিহত সেবাজের বাবা গোলাম মোস্তফা জানান, তারা বনশ্রীর ই-ব্লকের ৮ নম্বর রোডের ৩৫ নম্বর বাড়ির নিচতলায় থাকে। ওই বাড়িতে তিনি দারোয়ানের কাজ করেন। তিনি জানান, শুক্রবার বিকেলে সেবাজ বাইরে অন্য বাচ্চাদের সঙ্গে খেলছিল। সন্ধ্যা হয়ে গেলেও বাসায় ফিরছিল না। পরে তাকে ধরে নিয়ে এনে তিনি চড় মারেন। তাদের সঙ্গে খেলতে বারণ করে দেন। পরে বাথরুমে আটকে রাখি। গোলাম মোস্তফা জানান, রাতে ছেলেকে বাথরুম থেকে বের হওয়ার জন্য দরজা খোলার চেষ্টা করলে ভেতর থেকে বন্ধ পাই। পরে বাথরুমে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখি সেবাজ কাপড় রাখার হ্যাঙ্গারের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। তাকে দ্রুত সেখান থেকে নামিয়ে গভীর রাতে ঢাকা মেডিক্যালের জরুরী বিভাগে নিয়ে যাই। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু ॥ যাত্রাবাড়ী মাতুয়াইলে সন্তানের চোখের সামনে বাসের ধাক্কায় হালিমা বেগম (৬০) নামে এক বৃদ্ধা মারা গেছে। নিহতের স্বামীর নাম আজগর আলী। বাড়ি বিক্রমপুর-মুন্সীগঞ্জের মুরমা গ্রামে। যাত্রাবাড়ী থানার এসআই জহিরুল ইসলাম জানান, শনিবার ভোর পাঁচটার দিকে মাতুয়াইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টোটাল সিএনজি স্টেশনের সামনের রাস্তা পার হতে গিয়ে কুমিল্লাগামী উল্লাস পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয় হাসপাতালের নিয়ে গেলে ডাক্তার হালিমা বেগমকে মৃত ঘোষণা করেন। এসআই জহিরুল জানান, তিনি সিলেট থেকে ছেলে-মেয়ের সঙ্গে ঢাকা হয়ে বাড়ি ফিরছিলেন। জনগণের সহায়তায় পুলিশ বাসটি জব্দ ও চালককে গ্রেফতার করে। ঢাকা মেডিক্যালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ এএসআই আব্দুল্লাহ খান জানান, শনিবার সকালে ঢামেক মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আবাসিক ভবনে আগুন ॥ মোহাম্মদপুরে একটি আবাসিক ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত এগারোটার দিকে শিয়া মসজিদের পাশে একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। পরে ভবনে ধোঁয়া বের হওয়ায় দমকল কর্মীদের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। তিনি জানান, এসি থেকে আগুন লেগে থাকতে পারে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
×