ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সিলেটে মাছের খামার থেকে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার

প্রকাশিত: ১২:৪৯, ৮ জুন ২০১৯

 সিলেটে মাছের খামার থেকে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ সিলেটের বিশ্বনাথে নিজের মাছের খামার থেকে আওয়ামী লীগ নেতা আহমদ আলীর লাশ উদ্ধার করা হয়েছে। পূর্ব বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার দেওকলস ইউনিয়নের পুরাণ সৎপুর গ্রামে আহমদ আলী মৎস্য খামার থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ। আহমদ আলী দক্ষিণ সৎপুর গ্রামের মৃত ওহাব উল্লাহর পুত্র। বৃহস্পতিবার রাত ১২টার দিকে আহমদ আলীর মাছের খামারে তার লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেন। ঘটনার পর থেকে খামারের প্রহরী সৎপুর খাসজান গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র জমির হোসেন (৩০) পলাতক রয়েছে। আহমদ আলী খুন হওয়ার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খুনের ঘটনায় এলাকাবাসী ও পরিবারের সন্দেহের তীর দেওকলস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাছুম আহমদ মারুফের দিকে। খুন হওয়া আওয়ামী লীগ নেতা আহমদ আলীর পরিবারের দাবি, এলাকার একটি সালিশ বৈঠক ও মৎস্য আড়ৎ কমিটি গঠনের জের ধরেই দেওকলস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাছুম আহমদ মারুফ এবং তার সহযোগীরা খামারের প্রহরী জমির হোসেনের সঙ্গে আঁতাত করে পরিকল্পিতভাবে আহমদ আলীকে হত্যা করেছে। আহমদ একজন সালিশ ব্যক্তিত্ব হিসেবে এলাকায় সুনাম রয়েছে।
×