ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারি নিহত

প্রকাশিত: ১০:১৪, ৮ জুন ২০১৯

 বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারি নিহত

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ও ঠাকুরগাঁও, ৭ জুন ॥ কুমিল্লায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে হেলাল উদ্দিন নামে এক মাদক কারবারি নিহত হয়েছে। শুক্রবার ভোরে জেলার আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তের ঘিলাতলী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহত হেলাল উদ্দিন আদর্শ সদর উপজেলার বাজগড্ডা গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে। বিজিবি জানায়, মাদকের একটি বড় চালান যাচ্ছে এমন খবরের ভিত্তিতে বিজিবির একটি দল শুক্রবার ভোর ৩টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তবর্তী ঘিলাতলীতে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। বিজিবিও আত্মরক্ষার্থে চোরাকারবারিদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আহত অবস্থায় হেলাল উদ্দিন নামের ওই মাদক কারবারিকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাদক কারবারির কাছ থেকে পলিথিনে মোড়ানো ৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। কুমিল্লা কোটবাড়ির ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, নিহত হেলাল উদ্দিন ১০ বছর ধরে ভারত ও বাংলাদেশে অবস্থান করে সে নিজেকে বিভিন্ন নামে ও পরিচয়ে মাদকদ্রব্য চোরাচালানের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ঢাকা ও কুমিল্লার বিভিন্ন থানায় কমপক্ষে ৮টি মাদক মামলা রয়েছে। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নিহতের লাশের ময়নাতদন্তের পর শুক্রবার দুপুরে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঠাকুরগাঁও ॥ পীরগঞ্জ উপজেলার ফকিরগঞ্জ সীমান্ত এলাকায় বিজিবি’র সঙ্গে বন্দুকযুদ্ধে মনিরুল ইসলাম বাবুল (৩৫) নামে এক মাদক কারবারির নিহত হয়েছে। নিহত বাবুল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার উত্তর সুজালপুর গ্রামের মৃত মাইদুল ইসলামের ছেলে। বুধবার দিবাগত রাত ২টায় ফকিরগঞ্জ এলাকার বঙ্গবন্ধু বাজারের পাশে একটি ফাঁকা ক্ষেতে এই বন্দুকযুদ্ধ হয় বলে জানান দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গাজী নাহিদ উজ জামান। ৪২ বিজিবির অধিনায়ক লে.কর্নেল গাজী নাহিদ উজ জামান বলেন, গত মঙ্গলবার বিজিবি পীরগঞ্জের ফকিরগঞ্জ সীমান্ত এলাকা থেকে ১১২ বোতল ফেনসিডিল ও ১ বোতল মদসহ মনিরুল ইসলাম বাবুলকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী বুধবার দিবাগত রাতে বিজিবি অভিযান চালাতে গেলে ফকিরগঞ্জ বঙ্গবন্ধু বাজারের পাশে একটি ফাঁকা ক্ষেতের কাছে ওঁৎপেতে থাকা মাদক বিক্রেতারা দেশীয় অস্ত্র নিয়ে বিজিবিকে আক্রমণ করে। এ সময় বিজিবি পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে নিহত হয় মনিরুল ইসলাম বাবুল। এই অভিযানে ৭৫ বোতল ফেনসিডিল ও একটি দেশীয় অস্ত্র, দা ও ২২ হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানান বিজিবি অধিনায়ক। বৃহস্পতিবার পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে পাঠায় এবং ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করে।
×