ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে মাটি চাপায় তিন শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৯:০০, ৩ জুন ২০১৯

 রাঙ্গামাটিতে মাটি  চাপায় তিন  শ্রমিকের  মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২ জুন ॥ রাঙ্গামাটি শহরের মহিলা কলেজ সড়কে ভবন নির্মাণের জন্য অপরিকল্পিতভাবে মাটি খনন করতে গিয়ে মাটি চাপা পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুই জন। নিহতরা হলো সেন্টু মিয়া (৩২), আনফুর আলী (৬০) ও পাপ্পু (১৭) আহতরা হলো সবুজ মাঝি ও ওমর আলী। আহতদের রাঙ্গামাটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাপ্তই লেকের ঢালুতে জনৈকা পারভীন আক্তারের ভবনের দেয়ালের গর্ত খনন করার সময় রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ বিকট আওয়াজ দিয়ে মাটির একটি বড় চাকা ভেঙ্গে তিন শ্রমিকের মাথার ওপর পড়ে। এতে তিনজনই মাটির নিচে চাপা পড়ে নিহত হয়েছে। নিহতদের সঙ্গে কাজে ছিল নুরুল ইসলাম ও হৃদয় নামে দুই শ্রমিক তারা জানায়, গত কয়েকদিন ধরে সেলিম ঠিকাদারের বাসার পাশে তার বোন পারভীনের নতুন ভবনের কাজ করছেন সবুজ মাঝির নেতৃত্বে ১১ শ্রমিক। কয়েক দিন ধরে তারা মাটি খোঁড়ার কাজ করছে। রবিবার দুপুর সাড়ে ১২টার সময় হঠাৎ করে সড়কের পাশ থেকে এক খন্ড তাদের মাথায় এসে পড়ে সেখান থেকে ৮ শ্রমিক উঠে আসতে পারলেও তিনজন মাটির নিচে চাপা পড়ে যায়। নিহত পাপ্পু (১৭) ৮ম শ্রেণীর ছাত্র। সে ময়মনসিংহ জেলার ধরমপাশার জনতা উচ্চ বিদ্যালয়ে ছাত্র। অপরিকল্পিতভাবে মাটি খনন করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী, পুলিশ, সেনাবাহিনী ও এলাকাবাসী এক ঘণ্টা প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে মাটি খুঁড়ে নিহত তিন শ্রমিকের লাশ উদ্ধার করে রাঙ্গামাটি হাসপাতালে প্রেরণ করেছে। হাসপাতালের ডাক্তার তাদের মৃত ঘোষণা করেছেন। এদিকে এ ঘটনায় রাঙ্গামাটি জেলা প্রশাসক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ওই ঘরে বসবাসরত ৩টি পরিবারকে অন্যত্র সরিয়ে দিয়েছেন এবং ওই ঘবের মালিক পারভীন আক্তারের বিরুদ্ধে খুনের মামলা করার নির্দশ দিয়েছেন। তিনি নিহত প্রতি পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে আনুদান দিয়েছেন।
×