ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর চাওয়া

‘বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়ারা লড়াই করুক’

প্রকাশিত: ১০:৪১, ২ জুন ২০১৯

 ‘বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়ারা লড়াই করুক’

স্পোর্টস রিপোর্টার ॥ বাকি ৯ দল বিশ্বকাপে ম্যাচ খেলে ফেলার পর প্রথম মাঠে নামবে ভারত। আগামী বুধবার সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের। সেটি হবে দক্ষিণ আফ্রিকার তৃতীয় ম্যাচ। এবার উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক ও হট ফেবারিট ইংল্যান্ডের মুখোমুখি হয়ে বাজেভাবে হেরেছে ফাফ ডু প্লেসিসের দল। আজ বাংলাদেশের বিরুদ্ধে তাই ঘুরে দাঁড়ানোর লড়াই প্রোটিয়াদের। আজও যদি হারের স্বাদ গ্রহণ করে তারা তবে ভারতের বিপক্ষে প্রাণপণ লড়াই করবে ‘মরণ-কামড়’ বসিয়ে দিতে। এ জন্য আজ বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ঘুরে দাঁড়াক প্রোটিয়া শিবির এমনটাই চাওয়া সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর। তিনি চান, অন্তত প্রথম ম্যাচের মতো অসহায় আত্মসমর্পণ না করে বাংলাদেশের বিপক্ষে দ্য ওভালে লড়াই করুক প্লেসিসের দল। ফেবারিটদের তালিকায় এবার শুরু থেকেই নেই দক্ষিণ আফ্রিকা। সেটার প্রমাণ একেবারে প্রথম ম্যাচেই পাওয়া গেছে। ইংলিশদের কাছে কোন পাত্তাই পায়নি প্রোটিয়ারা। ১০৪ রানের বিশাল হারে কিছুটা হলেও আত্মবিশ্বাস তলানিতে রয়েছে দলটির। আর আজ তাদের প্রতিপক্ষ উজ্জীবিত বাংলাদেশ দল। সম্প্রতিই নিজেদের প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতেছে তারা আয়ারল্যান্ডে হওয়া ত্রিদেশীয় সিরিজে। বিশ্বকাপে অতীতে প্রোটিয়াদের হারানোর স্মৃতিও আছে। এই মুহূর্তে ফর্মের তুঙ্গে আছে বাংলাদেশ দল এবং বেশ আত্মবিশ্বাসী অবস্থা মাশরাফি বিন মর্তুজাদের। তবে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর চাওয়া বাংলাদেশের বিপক্ষে লড়াই করে ঘুরে দাঁড়াক প্লেসিসের দল। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তিন বিভাগেই প্রোটিয়াদের ছাড়িয়ে গেছে ইংলিশরা। ভক্ত সমর্থকদের পুরোপুরি হতাশ করেছে দক্ষিণ আফ্রিকা। গাঙ্গুলীর ধারণা প্রথম ম্যাচে দল হিসেবে খেলতে পারেনি প্লেসিস-আমলারা। টাইগারদের বিপক্ষে পরিকল্পনায় অটুট থেকে ভাল ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন গাঙ্গুলী। তিনি বলেন, ‘যদিও এটা টুর্নামেন্টের প্রথম ম্যাচ, তারা পরের ম্যাচে লড়াই করবে এবং তাদের দল হিসেবে খেলতে হবে। তাদের এই পরাজয় ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিশ্বকাপ জেতা খুব গুরুত্বপূর্ণ না কিন্তু আপনাকে মাঠে নামতে হবে জেতার লক্ষ্য নিয়ে।’ দক্ষিণ আফ্রিকার অনেক ক্রিকেটারই বিশ্বের অন্যতম সেরা তারকা। কিন্তু দলগতভাবে তারা বৈশ্বিক আসরগুলোয় কখনও জ্বলে উঠতে পারেনি। এ জন্য গাঙ্গুলীর পরামর্শ, ‘তাদের আরও শক্ত লড়াই করতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে। তাদের দলের অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। রাবাদা এবং এনগিদি দুর্দান্ত বোলার। তাহির বিশ্বমানের স্পিনার। সে ভারতের বিপক্ষে ভাল বল করেছে। প্রধান দিক হলো তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। টপ অর্ডারের কাউকে হাল ধরতে হবে এবং দলের জন্য শতক হাঁকাতে হবে।’ অনেকে আবার দক্ষিণ আফ্রিকা নিয়ে গাঙ্গুলীর এসব পরামর্শকে মনস্তাত্ত্বিক লড়াইয়ের অংশ হিসেবে দেখছেন। যেহেতু ভারতীয়দের প্রথম প্রতিপক্ষ এবার প্রোটিয়ারা, তাই ভারতীয় সাবেক-বর্তমান ক্রিকেটার ও বিশ্লেষকরা তাই বিভিন্নভাবে তাদের নিয়ে পর্যালোচনা করে চলেছেন। গাঙ্গুলীর এই মন্তব্যগুলো হয়তো সেটারই অংশ।
×