ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুইটে উচ্চারণ শেখালেন আন্দিলে

প্রকাশিত: ১০:৩১, ১ জুন ২০১৯

 টুইটে উচ্চারণ শেখালেন আন্দিলে

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হলো বিশ্বকাপ। স্বপ্নের বিশ্বকাপে প্রত্যেকেই ঝাঁপাবেন নিজের দলের জন্য সেরাটা ঢেলে দিতে। কেননা এই বিশ্বকাপের জন্যই যে দীর্ঘদিন অপেক্ষায় থাকেন ক্রিকেটাররা। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার আন্দিলে। তবে তার পদবী ফেলুকোওয়াও। কিন্তু এটা কী ঠিক? তার নাম উচ্চারণ করতে অনেকেরই সমস্যা হয়। অনেকে বুঝতেও পারেন না তার নাম কী? তাই নিজেই একটা সমাধান বের করেছেন আন্দিলে। এক ভিডিওতে নিজেই শেখালেন নামের উচ্চারণ। পরবর্তীতে আর কোন ক্রিকেট অনুরাগী যেন তার নামের উচ্চারণে ভুল না করেন। এর আগে অন্য একটি কারণেও সংবাদের শিরোনামে আসেন আন্দিলে। ডারবানে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার আন্দিলে ফেলুকোওয়াওকে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিলেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। সেজন্য ব্যাপক সমালোচিত হন সরফরাজ। শেষ পর্যন্ত ক্ষমাও চান পাকিস্তানের এই অধিনায়ক।
×