ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটের এমডি চেয়ারম্যানের নামে দুদকের মামলা

প্রকাশিত: ০৯:৪২, ৩১ মে ২০১৯

 বাগেরহাটে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটের এমডি চেয়ারম্যানের নামে দুদকের  মামলা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ স্থানীয় নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট কোম্পানি লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল মান্নান তালুকদার ও চেয়ারম্যান মোঃ আনিসুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে অর্থ পাচারের অপরাধে বৃহস্পতিবার সকালে দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক মোঃ শাওন মিয়া বাদী হয়ে এ মামলা করেন। মামলা সূত্রে জানা যায়, দুদকের প্রাথমিক তদন্তে বাগেরহাটে ‘নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট কোম্পানির এমডি আব্দুল মান্নান তালুকদার ও চেয়ারম্যান মাওলানা আনিসুর রহমান সম্পূর্ণ বেআইনীভাবে সাধারণ মানুষের ১১০ কোটি ৩১ লাখ ৯ হাজার ১৩৫ টাকার অধিক গ্রহণ ও আত্মসাতের প্রমাণ মিলেছে। সাধারণ মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করে অবৈধ সম্পদ অর্জন, অপরাধলব্ধ আয় স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর করায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (২), ৪ (৩) ৪ (৪) ধারায় দুদক মামলাটি দায়ের করে।
×