ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সম্প্রীতি ও বন্ধুত্বের বাংলাদেশ গড়ার আহ্বান বন্ধু সমাজের

প্রকাশিত: ০৯:৫১, ৩০ মে ২০১৯

  সম্প্রীতি ও বন্ধুত্বের বাংলাদেশ গড়ার আহ্বান বন্ধু সমাজের

স্টাফ রিপোর্টার ॥ সংঘাত-সন্ত্রাসমুক্ত সম্প্রীতি ও বন্ধুত্বের বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বন্ধু সমাজ। বন্ধু সমাজের সদস্যরা মনে করেন বন্ধুত্বের দেশ গড়তে পরস্পরের মধ্যে সম্পর্ক উন্নয়ন খুবই প্রয়োজন। বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ২য় তলার জহুর হোসেন চৌধুরী কনফারেন্স লাউঞ্জে ‘বাংলাদেশ বন্ধু সমাজ’ আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বন্ধু সমাজের বক্তাসহ অন্যরা এসব কথা বলেন। বাংলাদেশ বন্ধু সমাজ’র সভাপতি এফ আহমেদ খান রাজীব বলেন, চলমান সময়ে যুগের প্রয়োজনে সংঘাত ও সন্ত্রাসমুক্ত পৃথিবীর সূচনায় বাংলাদেশকে পৃথিবীবাসীর জন্য সম্প্রীতি ও বন্ধুত্বের দেশের মডেল সৃষ্টি করতে হবে। এজন্য সামাজিক পরিবেশ উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং সমাজের বিপথগামীদের বন্ধুত্ব ও ভালোবাসা দিয়ে মন্দ কাজে নিষেধ করে, ভাল কাজে উৎসাহিত করে সুপথে ফিরিয়ে আনতে হবে। এর আগে সংগঠনটি বিকেলে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে সংঘাত ও সন্ত্রাসমুক্ত সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি ও বন্ধুত্বের পরিবেশ গঠনে সহযোগিতায় বাংলাদেশ বন্ধু সমাজকে সহযাত্রী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসেবে দায়িত্ব পালনে সাংবিধানিক বৈধতাসহ জাতীয়ভাবে স্বীকৃতি প্রদান অথবা জাতীয়করণের জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে জাতীয় আবেদন জানানো হয়। সভাপতির বক্তব্যে রাজীব আরও বলেন, সর্বোত্তম পদ্ধতিতে বন্ধুত্বের বলয়ে আবদ্ধ করে সুপথের আহ্বানে দেশব্যাপী বন্ধুত্ব স্থাপন করে শান্তি ও সত্য প্রতিষ্ঠা করাই ‘বাংলাদেশ বন্ধু সমাজ’র মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
×