ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কৃত্রিম পা পাচ্ছেন আহত পুলিশ

প্রকাশিত: ০৯:৩৫, ৩০ মে ২০১৯

 কৃত্রিম পা পাচ্ছেন আহত পুলিশ

স্টাফ রিপোর্টার ॥ প্রায় দুই বছর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডোবায় তলিয়ে যাওয়া বাস থেকে বিশ যাত্রীকে জীবিত উদ্ধার করা সেই বহুল আলোচিত পুলিশ কনস্টেবল পারভেজের একটি পা কেটে ফেলা হয়েছে। ২৭ মে একটি কাভার্ডভ্যান মুন্সীগঞ্জে চাপা দিলে তার একটি পা ভেঙ্গে চুরমার হয়ে যায়। শত চেষ্টার পরেও পা আর স্বাভাবিক হয়নি। শেষ পর্যন্ত মঙ্গলবার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (সাবেক পঙ্গু) হাসাপাতালে তার ভেঙ্গে যাওয়া পা কেটে ফেলতে হয়। যদিও সরকারের তরফ থেকে ইতোমধ্যেই এই পুলিশ সদস্যের কৃত্রিম পা লাগানোর নির্দেশ দেয়া হয়েছে। আগামী চার মাসের মধ্যেই তার কৃত্রিম পা লাগানোর প্রস্তুতিও শুরু হয়েছে ইতোমধ্যেই। ২০১৭ সালের ৭ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় চাঁদপুরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডোবায় পড়ে তলিয়ে যায়।
×