ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শিক্ষা বৃত্তি পেল ১২ শিক্ষার্থী

প্রকাশিত: ১০:২২, ২৮ মে ২০১৯

 শিক্ষা বৃত্তি পেল ১২ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলার ১২ দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মধ্যে এককালীন শিক্ষা বৃত্তি দিয়েছে আরডিআরএস বাংলাদেশ নীলফামারী ইউনিট। নীলফামারী পৌর শহরের বাড়াইপাড়ায় সংস্থার নিজস্ব কার্যালয়ে এবার এসএসসি পাস করেছে এমন দরিদ্র শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তির চেক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম। এসময় প্রত্যেক শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে মোট এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা দেয়া হয়। আরডিআরএস বাংলাদেশ-এর রংপুর প্রধান অফিসের সিনিয়র জোনাল কো-অর্ডিনেটর (ক্ষুদ্র ঋণ) আখতারুজ্জামানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ নীলফামারী ইউনিটের সিনিয়র রিজিওনাল ম্যানেজার (ক্ষুদ্র ঋণ) গোলাম মোস্তফা, ইসিএমএই প্রকল্পের সমন্বয়কারী খন্দকার আবু তাহের মোঃ সিদ্দিকুর রহমান।
×