ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ মার্চ ২০২৩, ১২ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

থাইল্যান্ডে অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল

প্রকাশিত: ১০:৪৩, ২৬ মে ২০১৯

 থাইল্যান্ডে অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল

স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে সেদিনই সেখানে গিয়ে পৌঁছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শনিবার সেখানে সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ব্যাংককের এয়ার ফোর্স ফুটবল গ্রাউন্ডে প্রথমবারের মতো অনুশীলন করেছে তারা। অনুশীলন শেষে সাঁতার কেটে রিকভারি সেশনও করে তারা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে দলের সবাই সুস্থ আছে। বাংলাদেশ দল সেখানে এশিয়া এয়ারপোর্ট হোটেলে আছে। হোটেলের পরিবেশ এবং থাইল্যান্ডের আবহাওয়া বেশ আরামদায়ক মনে হয়েছে জেমি ডে’র শিষ্যদের কাছে। সেখানকার তাপমাত্র ২৭ থেকে ৩১ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে থাকে। থাই লীগের দুটি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এয়ারফোর্স ইউনাইটেড ফুটবল ক্লাবের সঙ্গে জামাল ভুঁইয়ারা প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবেন ২৮ মে। ১ জুন দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ব্যাংকক গ্লাস পাথুম ইউনাইটেড। দুটি ক্লাবই গত মৌসুমে থাই লীগ-১ থেকে নেমে গেছে থাই লীগ-২তে। এই দুই ক্লাবেই আছে চারজন করে বিদেশী ফুটবলার। ফ্রান্স, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের একজন করে। ব্যাংকক গ্লাস পাথুমে আছে ব্রাজিল, স্পেন, জাপান ও সিঙ্গাপুরের ফুটবলার। তবে বাংলাদেশ দলের থাইল্যান্ড সফরের মূল উদ্দেশ্য ভিন্ন। তাদের এই থাইল্যান্ড সফর মূলত বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের পূর্বপ্রস্তুতি হিসেবে। বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ের প্রথমপর্বে (প্রাক-বাছাই) খেলা হবে দুই গ্রুপে (এ এবং বি)। আগামী ৬ জুন অনুষ্ঠিত হবে প্রথম লেগের খেলা। ১১ জুন হবে দ্বিতীয় লেগ। বাংলাদেশ এই দুটি ম্যাচ খেলবে আসিয়ান অঞ্চলের দেশ লাওসের সঙ্গে। বাংলাদেশ দল ॥ আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো, মাজহারুল ইসলাম হিমেল, টুটুল হোসেন বাদশা, নাসিরউদ্দিন চৌধুরী, ইয়াসিন খান, সুশান্ত ত্রিপুরা, বিশ্বনাথ ঘোষ, রিয়াদুল হাসান রাফি, রহমত মিয়া, জামাল ভুঁইয়া, মাসুক মিয়া জনি, মামুনুল ইসলাম, ইমন মাহমুদ, সোহেল রানা, মোহাম্মদ ইব্রাহিম, আরিফুর রহমান, বিপলু আহমেদ, রবিউল হাসান, মতিন মিয়া, নাবিব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল ও তৌহিদুল আলাম সবুজ।
monarchmart
monarchmart

শীর্ষ সংবাদ:

দেশের ৭ বিভাগে হতে পারে ঝড়-বৃষ্টি
দেশে কোনো পণ্য সংকটের শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী
১৭ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব
মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানিদের দোসর ছিলো জিয়া :ড. হাছান মাহমুদ
স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
চোখে মুখে একটাই স্বপ্নছিল দেশটাকে স্বাধীন করা : শিক্ষামন্ত্রী
গুগল ডুডলে স্বাধীনতা দিবস
দেশে এখন স্বাধীনতা-গণতন্ত্র নেই :মির্জা ফখরুল ইসলাম আলমগীর
স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছে তারাই এখন ক্ষমতায় যেতে মরিয়া :জাহিদ মালেক
গুলিস্তান বিস্ফোরণে ১৯ দিন পর আরও একজনের মৃত্যু
যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে নিহত বেড়ে ২৬
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা
রমজান মাসে একবারের বেশি ওমরাহ করা যাবে না
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবে নিহত ১৯
পশ্চিমা মিত্ররা আরও অস্ত্র না পাঠালে রাশিয়ায় পাল্টা হামলা করা যাবে না :প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি