ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অন্ধ হয়ে যাবে অক্টোপাসরা

প্রকাশিত: ০৯:৫৯, ২৩ মে ২০১৯

 অন্ধ হয়ে যাবে অক্টোপাসরা

উষ্ণায়নের ফলে গভীর সমুদ্রে ক্রমাগত অক্সিজেনের পরিমাণ কমছে। ফলে গভীর সমুদ্রে বসবাসকারী প্রাণীদের দেহগত দিক থেকে প্রচুর পরিবর্তন লক্ষ্য করা যাবে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, উষ্ণায়নের জেরে অক্টোপাস অন্ধ হয়ে যেতে পারে। ২০১৮ সালে, গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাবে সমুদ্রের নিচে অক্সিজেনের তারতম্যের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। দ্য সায়েন্টিফিক আমেরিকানে প্রকাশিত নয়া সমীক্ষা বলছে, গত ৫০ বছর ধরে সমুদ্রের গভীরে প্রায় ৪০ শতাংশের বেশি অক্সিজেনের পরিমাণ কমেছে। তাতে জীববৈচিত্র্যের ব্যাপক তারতম্য ঘটেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, গভীর জলে অক্সিজেনের পরিমাণ ক্রমাগত কমছে। ফলে জলের নিচে খাদ্য ও খাদকের মধ্যেও সেই হিসেবে অনেক পার্থক্য তৈরি হচ্ছে। অক্টোপাস, স্কুইড ও দু’ধরনের ক্র্যাবের শরীরে পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন এসেছে। তারা যে কোন সময়ে অন্ধত্বের শিকার হলে অবাক হবেন না গবেষকরা। সঙ্কটের মুখে স্কুইড প্রজাতির বিশাল অংশ। এগুলো ছাড়াও আরও বিরল প্রজাতি জীব ধ্বংসের মুখে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। -ইয়াহু নিউজ
×