ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গলাচিপায় অপহৃত স্কুলছাত্রী দুই মাস পর উদ্ধার

প্রকাশিত: ০৯:৫৭, ২১ মে ২০১৯

 গলাচিপায় অপহৃত স্কুলছাত্রী দুই মাস পর  উদ্ধার

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ অপহরণের প্রায় দুই মাস পর সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে পুলিশ উদ্ধার করেছে। সোমবার বেলা একটার দিকে অপহৃত স্কুলছাত্রীকে (১৩) গলাচিপা শহরের আরামবাগ নার্সারি রোড এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে প্রধান অভিযুক্ত অহিদুলের মামা আলমগীরকেও পুলিশ গ্রেফতার করেছে। জানা গেছে, পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাদুরাহাট মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছৈলাবুনিয়া গ্রামে মাসির (খালা) বাসায় থেকে পড়াশোনা করত। গত ২২ মার্চ সন্ধ্যায় ছোট বোনকে নিয়ে বাদুরাহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আসমা বেগমের বাড়ি থেকে মাসির বাসায় যাচ্ছিল। স্থানীয় ডেকোরেটর ব্যবসায়ী শহিদুল ইসলামের বখাটে ছেলে মোটরসাইকেল ড্রাইভার অহিদুল ইসলাম (২১) তার সঙ্গীদের সহায়তায় ওই স্কুলছাত্রীকে পথ থেকে তুলে অপহরণ করে এবং প্রায় দুই মাস ঢাকা ও দক্ষিণ কেরানীগঞ্জসহ বিভিন্ন স্থানে লুকিয়ে রাখে। এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। অপহৃতকে উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠে নামে।
×