ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদক বিক্রিতে বাধা দেয়ায় ছাত্রলীগ নেতা খুন

প্রকাশিত: ১০:২৬, ১৯ মে ২০১৯

  মাদক বিক্রিতে বাধা দেয়ায় ছাত্রলীগ নেতা খুন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ গৌরীপুরে মাদক বিক্রিতে বাধা দেয়ার জেরে মাদক বিক্রেতার ছুরিকাঘাতে ছাত্রলীগের সাবেক নেতা নুরুজ্জামান জনি (৩২) খুন হয়েছেন। উপজেলার নহাটা গ্রামে শুক্রবার রাত সাড়ে ৮টার সময় এই হত্যাকান্ড ঘটে। প্রতিবাদে রাতে ক্ষুব্ধ জনতা মাদক বিক্রেতা ও তার সহযোগীদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে। নিহত জনি মাওহার কুমড়ি গ্রামের মৃত সিদ্দিকুর রহমান মাস্টারের একমাত্র পুত্র এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা। এলাকাবাসীর দাবি, নুরুজ্জামান জনি স্থানীয় মাদক বিক্রেতা নুরু মিয়া ও তার সহযোগীদের মাদকবিক্রিতে বাধা দিত। গত একবছর আগে মাদক বিক্রির সময় নুরু মিয়াকে পুলিশের হাতে ধরিয়ে দেয় জনি। পূর্ববিরোধে গৌরীপুর থানায় পাল্টাপাল্টি মামলাও রয়েছে। শুক্রবার ইফতার শেষে বাড়ি থেকে বের হয়ে নহাটা বাজারে রুকন মিয়ার চায়ের দোকানে বসে ছিল জনি। এ সময় মাদকবিক্রেতা নুরু মিয়ার নেতৃত্বে ১৫/২০ সশস্ত্র সন্ত্রাসী পরিকল্পিতভাবে জনিকে ডেকে নিয়ে সুজন মাহমুদের কম্পিউটারের দোকানের সামনে তার ওপর অতর্কিতে হামলা চালায়। স্থানীয় লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত জনি ন্যাশনাল সার্ভিসকর্মী হিসেবে গৌরীপুর থানায় কর্মরত ছিলেন। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকান্ড ঘটেছে।
×