ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এই শিরোপা বিশ্বকাপে আত্মবিশ্বাস যোগাবে

প্রকাশিত: ০৯:২৫, ১৯ মে ২০১৯

 এই শিরোপা বিশ্বকাপে আত্মবিশ্বাস যোগাবে

মিথুন আশরাফ ॥ ইস, কী ভাগ্য! সাকিব আল হাসান যদি ফাইনাল ম্যাচটিতে খেলতেন তাহলে হয়তো মোসাদ্দেক হোসেন সৈকতের একাদশে থাকার সুযোগই হতো না। পিঠের ব্যথার জন্য সাকিব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনালে খেলতে পারেননি। সাকিব না থাকাতে মোসাদ্দেক সুযোগ পেলেন। আর পেয়েই বাংলাদেশকে এমন নৈপুণ্যই উপহার দিলেন, ওয়েস্ট ইন্ডিজকে বৃষ্টি আইনে ৫ উইকেটে ফাইনালে হারিয়ে প্রথমবারের মতো দেশের ক্রিকেট ইতিহাসে শিরোপা জিতে গেল বাংলাদেশ। নিজেও সেরা নৈপুণ্য উপহার দিলেন। ২০ বলে হাফ সেঞ্চুরি করার পর ২৪ বলে অপরাজিত ৫২ রান করে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করিয়ে মাঠ ছাড়েন মোসাদ্দেক। তাই ম্যাচের নায়কও বনে যান। জিততে কষ্ট হওয়া ম্যাচটিতে ঝড়ো ব্যাটিং করে সহজ জয় এনে দেন মোসাদ্দেক। সাকিবের অভাব ভালভাবেই দূর করে দেন মোসাদ্দেক। অন্তত ফাইনাল ম্যাচে। মোসাদ্দেক যা করে দেখান, এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে কেউ করে দেখাতে পারেননি। জেতা ফাইনাল ম্যাচে বাংলাদেশের কেউ ম্যাচসেরা হতে পারেননি। প্রথমবারের মতো বাংলাদেশ যে শিরোপা জিতল, দেশের হয়ে করা তার দ্রুততম হাফ সেঞ্চুরিতেই সম্ভব হয়েছে। ম্যাচ শেষে মোসাদ্দেক বলেন, ‘এটা অনেক ভাল লাগার ব্যাপার (ম্যাচসেরা হওয়া)। আমরা প্রথম কাপ জিতলাম। সেটিও দেশের বাইরে। আমাদের জন্য অনেক বড় ব্যাপার। সবচেয়ে বড় কথা হলো বিশ্বকাপের আগে অনেক আত্মবিশ্বাস আমরা পেয়েছি।’ সঙ্গে যোগ করেন, ‘আমি মনে করি, আমাদের ব্যাটিং ও বোলিং ইউনিট যা আছে, এখানকার মতো খেলতে পারলে বিশ্বকাপেও ভাল কিছু করতে পারব। আমরা খুব ভাল আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যাচ্ছি। ইংল্যান্ডে উইকেট হয়তো এখানকার চেয়ে ব্যাটিংয়ের জন্য ভাল হবে। আমরা নিচের দিকে এভাবে খেলতে পারলে দলকে জেতাতে সাহায্য করবে। আমার ব্যক্তিগত লক্ষ্য সেটিই যে সুযোগ পেলে এমন কিছু করব যা দলের কাজে লাগবে।’ এমন একটি ম্যাচে সাকিব নেই। স্বাভাবিকভাবেই দল দুর্বল হয়ে পড়ার কথা। আবার বৃষ্টির জন্য ২৪ ওভারে ম্যাচ গড়ায়। ওয়েস্ট ইন্ডিজ ২৪ ওভারে ১৫২ রান করার পর বৃষ্টি আইনে ২১০ রানের টার্গেট দাঁড় হয়। বিশাল টার্গেট। এই টার্গেট অতিক্রম করতে গিয়ে তামিম-সৌম্য শুরুটা দুর্দান্ত করলেও ১৪৩ রানে গিয়ে ৫ উইকেটের পতন ঘটে যায়। তখন উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদ থাকেন। তার ওপরই ভরসা থাকে। কিন্তু মোসাদ্দেক এমন ঝড়ো ইনিংসই খেলেন, মাহমুদুল্লাহ আড়ালেই চলে যান। স্পটলাইটে চলে আসেন মোসাদ্দেক। ১৮ বলে জিততে ২৭ রানের দরকার ছিল। এমন মুহূর্তে ফ্যাবিয়েন এলেনের এক ওভারেই, ২২তম ওভারে তিন ছক্কা এক চারের সঙ্গে মোট ২৫ রান নিয়ে নেন মোসাদ্দেক। এখানেই খেলা বাংলাদেশের জয়ের মধ্যে চলে আসে। সাকিব না থাকাতেও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা যে বলেছিলেন যারা আছে তারাই সামর্থ্যবান তাই সত্যি প্রমাণ হলো। মোসাদ্দেকও তাই জানালেন। তিনি বলেছেন, ‘যখন ফিল্ডিং শেষ করে এলাম, তখন মাশরাফি-মুশফিক-তামিম-রিয়াদ ভাই বলছিলেন, আমাদের যে ব্যাটিং সামর্থ্য আছে, পুরো টুর্নামেন্টে আমরা যেমন ব্যাটিং করেছি, যদি আমরা শেষ পর্যন্ত খেলতে পারি তাহলে এই রান তাড়া করা সম্ভব।’ এলেনের ওভারটিতে যে এমন ঝড়ো ব্যাটিং করলেন, কিভাবে সম্ভব হল; তাও জানান মোসাদ্দেক, ‘ওই ওভারে যখন একটা ছক্কা হলো, মনে হলো এ ওভারে রান যতটা এগিয়ে নেয়া যায়। ৩ ওভারে ২৭ রান দরকার ছিল। ওই ওভারটা আমরা টার্গেট করেছিলাম, রানটা এগিয়ে রাখব। ওই ওভারটাই টার্গেট করেছিলাম।’ তাতে সাফল্যও লুটিয়ে পড়ল। মোসাদ্দেকও দেশের হয়ে দ্রুততম হাফ সেঞ্চুরি করার রেকর্ডও গড়ে ফেলেন। ২০০৫ সালে নটিংহ্যামে ইংল্যান্ডের বিপক্ষে করা আশরাফুলের ২১ বলে অর্ধশতকটি এতদিন ছিল বাংলাদেশের ওয়ানডেতে দ্রুততম অর্ধশতক। প্রায় আড়াই বছর আগে প্রথম ফিফটির দেখা পেয়েছিলেন মোসাদ্দেক। তবে তার দ্বিতীয় অর্ধশতকটা রেকর্ড ভাঙ্গা হয়ে গেল। সেই রেকর্ড গড়া ইনিংস আবার বাংলাদেশকে প্রথমবারের মতো শিরোপাও জেতাল। অবশ্য পরিস্থিতি যে সহজ ছিল না তাও জানিয়ে দেন মোসাদ্দেক। আসলেই তাই। এত বড় টার্গেট। শুরুতে জয়ের সম্ভাবনা শতভাগ দেখা হয়নি। তা হওয়ারও কথা নয়। যখন দলের ৫ উইকেট পড়ে গেল তখন কঠিন হয়ে পড়ল। কারণ মাহমুদুল্লাহ ও মোসাদ্দেকের পরই স্বীকৃত কোন ব্যাটসম্যান ছিলেন না। মোসাদ্দেক সেই পরিস্থিতি সামাল দেয়ার ব্যাখ্যাও দিয়েছেন। বলেছেন, তখন পরিস্থিতি খুব একটা সহজ ছিল না। চেষ্টা করছিলাম, যেমন বল হবে সে অনুযায়ী খেলব। আমি শুধু এটাই করেছি। শিরোপা জিতে বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস পেল বাংলাদেশ। যদি এমন খেলা বিশ্বকাপেও খেলা যায় তাহলে ভাল ফল মিলবে বলেও জানান মোসাদ্দেক। তিনি বলেছেন, এখান থেকে ভাল আত্মবিশ্বাস নিয়ে যাচ্ছি বিশ্বকাপে। আশা করি ভাল একটা ফল পাব। বাংলাদেশ প্রথমবারের মতো শিরোপা জিতল। ইতিহাস গড়ল। সেই ইতিহাস গড়া সম্ভব হলো মোসাদ্দেকের ঝড়ো ব্যাটিংয়েই। তবে মোসাদ্দেক এখন বিশ্বকাপ নিয়েই ভাবছেন। বিশ্বকাপের আগে এমন একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে পেরে দলের ক্রিকেটাররা অনেক চাঙ্গা। শিরোপা জিতে বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাসও তাই মিলে গেল।
×