ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জেসন রয়ের সেঞ্চুরিতে সিরিজ ইংল্যান্ডের

প্রকাশিত: ০৯:২৩, ১৯ মে ২০১৯

 জেসন রয়ের সেঞ্চুরিতে সিরিজ ইংল্যান্ডের

স্পোর্টস রিপোর্টার ॥ সিরিজে এ পর্যন্ত অনুষ্ঠিত তিন ম্যাচের দুটিতে সাড়ে তিন শ’র ওপরে এবং একটিতে প্রায় সাড়ে তিন শ’ রান করেও পাত্তা পেল না পাকিস্তান। দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের ৩৭৩/৩-এর জবাবে ৩৬১/৭ পর্যন্ত গিয়ে সরফরাজ আহমেদের দল হেরেছিল ১২ রানে। এরপর ৯ উইকেটে ৩৫৮ রান করেও হার ৬ উইকেটের বড় ব্যবধানে। পরশু সিরিজে টিকে থাকার চতুর্থ ওয়ানডেতে ৭ উইকেটে ৩৪০ রান করে সফরকারীদের হার ৩ উইকেটে, ইংল্যান্ড ৩৪১/৭ (৪৯.৩ ওভার)। আগের দুই ম্যাচে বিফলে যায় ফখর জামান ও ইমাম-উল হকের সেঞ্চুরি। আর নটিংহ্যামে এদিন জেসন রয়ের (৮৯ বলে ১১৪) ম্যারাথন ইনিংস হতাশায় পুড়িয়েছে বাবর আজমকে (১১৫)। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড (৩-০)। অন্যদিকে এ নিয়ে টানা ৯ ওয়ানডেতে ডুবল পাকিস্তান, চলতি বছর ১৩ ম্যাচের ১১টিতেই হার! সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। লিডসে আনুষ্ঠানিকতার পঞ্চম ও শেষ ওয়ানডে আজ। বড় রান তাড়ায় জেমস ভিন্সের সঙ্গে ৯৪ ও জো রুটের সঙ্গে ১০৭ রানের জুটিতে ইংল্যান্ডকে দৃঢ় ভিতের ওপর দাঁড় করিয়ে দেন জেসন রয়। ৭৫ বলে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি ছোঁয়া এই ওপেনার শেষ পর্যন্ত ৮৯ বলে ১১ চার ও চার ছক্কায় ফেরেন ১১৪ রান করে। ১ উইকেটে ২০১ রানের শক্তিশালী ভিতের ওপর দাঁড়ানো ইংল্যান্ড চাপে পড়ে যায় ১৫ রানের মধ্যে চার উইকেট হারিয়ে। সেঞ্চুরিয়ান রয়কে হারিয়ে শুরু। তিন বলের মধ্যে রুট ও জস বাটলারকে ফিরিয়ে দেন ইমাদ ওয়াসিম। এক ম্যাচের নিষেধাজ্ঞা থাকায় এই ম্যাচে ছিলেন না নিয়মিত অধিনায়ক মরগান। তার জায়গায় দলকে নেতৃত্ব দেয়া বাটলার ফেরেন দুই বলে শূন্য রানে। মঈন আলীকেও শূন্য হাতে ফেরান শোয়েব মালিক। অন্য অলরাউন্ডারদের নিয়ে সেই চাপ দূর করে দলকে দারুণ এক জয় এনে দেন স্টোকস। জো ডেনলির সঙ্গে ৪২, টম কুরানের সঙ্গে ৬১ রানের জুটি উপহার দেন তিনি। আদিল রশিদের সঙ্গে ২২ রানের ছোট কিন্তু কার্যকর জুটিতে জয় নিয়ে ফিরেন স্টোকস। চাপের মধ্যে দলকে পথ দেখানো বাঁহাতি এই ব্যাটসম্যান ৬৪ বলে তিন ছক্কা ও পাঁচ চারে করেন ৭১ রান। ওয়াসিম ও মোহাম্মদ হাসনাইন নেন দুটি করে উইকেট। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। কনুইয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইমাম-উল-হক। ফখর জামান ও চোট কাটিয়ে ফেরা মোহাম্মদ হাফিজের সঙ্গে দুটি শতরানের জুটিতে দলকে দৃঢ় ভিতের ওপর দাঁড় করিয়ে দেন বাবর। ৪৯ বলে পঞ্চাশ ছোঁয়া এই টপঅর্ডার ব্যাটসম্যান ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন ১০৪ বলে। তিন অঙ্কে যাওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি। ১১২ বলে ১৩ চার ও এক ছক্কায় ১১৫ রান করে আউট হন বাবর আজম। ওপেনার ফখর ৫০ বলে করেন ৫৭। চারে নেমে ৫৫ বলে ৫৯ রান করে ফেরেন অভিজ্ঞ হাফিজ। ছুটি কাটিয়ে ফেরা শোয়েব মালিক ক্রিজে গিয়েই চড়াও হন বোলারদের ওপর। ২৬ বলে চারটি চারে খেলেন ৪১ রানের ঝড়ো ইনিংস। অন্যরাও কিছু কিছু অবদান রাখায় সাড়ে তিন শ’ রানের কাছে যায় পাকিস্তানের সংগ্রহ। ৭৫ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সফল বোলার টম কুরান। মার্ক উড ২ ও বহুল আলোচিত জোফরা আর্চার নেন ১ উইকেট। বিশ্বকাপের আগে ব্যাটিং ভাল হলেও হার এড়াতে পারছে না পাকিস্তান। ঘুরে দাঁড়াতে মরিয়া সরফরাজ আহমেদের দল চেষ্টার কোন কমতিই রাখেনি। ওয়ানডে ইতিহাসের মাত্র দ্বিতীয় দল হিসেবে টানা তিন ইনিংসে ৩৪০-এর বেশি রান তোলার কীর্তি গড়ে জিততে পারেনি একটি ম্যাচও! চাপ সামলে ইংল্যান্ডকে সিরিজ নিশ্চিতের ম্যাচে জয় এনে দিয়েছেন ‘ব্যাড বয়’ বেন স্টোকস। তবে দুরন্ত সেঞ্চুরিতে ম্যাচসেরা হয়েছেন জেসন রয়। যিনি কিনা হাসপাতালে অসুস্থ সন্তানের পাশে থাকায় আগের রাতেও ঠিকমতো ঘুমাতে পারেননি। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নেয়ার সময় সেটিই বলছিলেন ২৮ বছর বয়সী সউথ আফ্রিকান বংশোদ্ভূত এই ইংলিশ ওপেনার। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরিটি রয়ের কাছে তাই, ‘ভেরি ইমোশোনাল মোমেন্ট।’
×