ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফ্রেঞ্চ ওপেনেও নেই শারাপোভা

প্রকাশিত: ১০:২৬, ১৭ মে ২০১৯

 ফ্রেঞ্চ ওপেনেও নেই শারাপোভা

স্পোর্টস রিপোর্টার ॥ ইনজুরি যেন পিছুই ছাড়ছে না শারাপোভার। মাদ্রিদ ওপেন ও ইতালিয়ান ওপেনের পর চোটের কারণে এবার ফ্রেঞ্চ ওপেন থেকেও নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন তিনি। মূলত কাঁধের ইনজুরির কারণেই আসন্ন ফ্রেঞ্চ ওপেনে না খেলার ঘোষণা দিয়েছেন রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল। দুইবারের রোঁলা গারোঁ বিজয়ী শারাপোভা ইন্সটাগ্রামে এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন। বয়সে বত্রিশকেও ছাড়িয়ে গেছেন শারাপোভা। এই সময়ে জিতেছেন পাঁচটি গ্র্যান্ডস্লাম। কিন্তু ক্যারিয়ারের গোধূলিতে পৌঁছে যাওয়া মাশা যেন ক্রমেই হারিয়ে যাচ্ছেন। জানুয়ারিতে রাশিয়ায় একটি টুর্নামেন্টে সর্বশেষ অংশ নিয়েছিলেন তিনি। ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার প্রসঙ্গে শারাপোভা লিখেছেন, ‘অনেক সময় সঠিক সিদ্ধান্তগুলো নেয়া খুব একটা সহজ হয় না। সম্প্রতি আমি বেশ সুস্থ অনুভব করছিলাম। যে কারণে অনুশীলনেও ফিরেছিলাম। ধীরে ধীরে কাঁধের শক্তিও ফিরে আসছিল। কিন্তু এই মুহূর্তে গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে অংশ নেবার মতো পুরোপুরি ফিট আমি নই।’ এই মুহূর্তে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৩৫ নম্বরে অবস্থান করছেন শারাপোভা। দীর্ঘদিন ধরেই কাঁধের সমস্যায় ভুগছিলেন তিনি। এই চোট থেকে পুরোপুরি মুক্তি পেতে গত ফেব্রুয়ারিতে অস্ত্রোপচারও করিয়েছেন তিনি। কিন্তু তারপরও ইনজুরির কবল থেকে মুক্তি পেতে পারেননি শারাপোভা। অস্ত্রোপচারের আগে মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিয়েছিলেন ঠিকই। কিন্তু মেলবোর্নের এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিলেন তিনি। অথচ খুব তরুণ বয়সেই বিশ্ব টেনিসে ঝড় তুলেছিলেন মারিয়া শারাপোভা। দুর্দান্ত পারফর্মেন্সের সৌজন্যে বিশ্ব টেনিসের শীর্ষে উঠে এসেছিলেন তিনি। ২০১২ সালে এই ফ্রেঞ্চ ওপেনের শিরোপা উঁচিয়ে ধরে ক্যারিয়ারে গ্র্যান্ডস্লামও পূর্ণ করেন মাশা। শুধু তাই নয়, ২০১৪ সালে এই টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হন তিনি। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা আর কোন মেজর টুর্নামেন্টে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হতে পারেননি। গত মৌসুমেও ফ্রেঞ্চ ওপেনে অংশ নেন তিনি। কিন্তু দুর্ভাগ্য তার। রোঁলাগ্যারোঁর এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালেই থেমে যায় তার জয়রথ। সেবার স্প্যানিশ টেনিস তারকা গারবিন মুগুরুজার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যান মারিয়া শারাপোভা। আগামী ২৬ মে থেকে শুরু হবে ফরাসী ওপেন। ৯ জুন পর্যন্ত চলবে মৌসুমের দ্বিতীয় মেজর এই শিরোপা। মহিলা এককে ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন সিমোনা হ্যালেপ। গত মৌসুমে এই টুর্নামেন্টের মাধ্যমেই ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপা জয়ের স্বাদ পান তিনি। ক্লে-কোর্টে এবারও বেশ ভাল পারফর্ম করছেন এই রোমানিয়ান তারকা। ফ্রেঞ্চ ওপেনকে সামনে রেখে প্রস্তুতিটাও বেশ ভাল করছেন হ্যালেপ। সদ্য সমাপ্ত মাদ্রিদ ওপেনের ফাইনালেও জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য তার শিরোপা জয়ের লড়াইয়ে হল্যান্ডের কিকি বার্টেন্সের কাছে হেরে যান সিমোনা হ্যালেপ। তবে মাদ্রিদে হেরে গেলেও ফ্রেঞ্চ ওপেনে নিঃসন্দেহে ফেবারিটের তকমাটা গায়ে মেখেই কোর্টে নামবেন তিনি। হ্যালেপ ছাড়াও ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয়ের লড়াইয়ে ফেবারিটের তকমাটা মাখানো থাকবে পেত্রা কেভিতোভা, এ্যাঞ্জেলিক কারবার কিংবা ভিক্টোরিয়া আজারেঙ্কার গায়ে। তবে এই মুহূর্তে ইনজুরিতে রয়েছেন ক্যারোলিন ওজনিয়াকি এবং টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। এদিকে পুরুষ এককে ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। তবে ক্লে-কোর্টে এবার খুব বাজে সময় পার করছেন তিনি। এখন পর্যন্ত ক্লে-কোর্টের কোন শিরোপাই জিততে পারেননি এই স্প্যানিয়ার্ড। বার্সিলোনা-মাদ্রিদে এবার ভিন্ন এক নাদালকে দেখা যায়।
×