ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঘুরে দাঁড়াতে মরিয়া পাকিস্তান

প্রকাশিত: ০৯:২৬, ১৪ মে ২০১৯

ঘুরে দাঁড়াতে মরিয়া পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডে পা রেখে দুটি প্রস্তুতি ম্যাচে দারুণ জয়ের পর মনে হচ্ছিল আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে পাকিস্তান। কিন্তু মূল সিরিজে সেই পুরনো চেহারায় সরফরাজ আহমেদের দল। ইংলিশদের কাছে একমাত্র টি২০তে বড় হারের পর বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল প্রথম ওয়ানডে। দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের ৩৭৩ রানের জবাবে ৩৬১ রানে থেমে যাওয়া পাকিদের হার ১২ রানে। তবে এখনই হাল ছাড়তে রাজি নন হারিস সোহেল, ‘প্রথম ম্যাচে আমরা ভাল খেলেছি। সামান্য ভুলে ম্যাচটি আমাদের হারতে হয়েছে। তবে ম্যাচের শেষ পর্যন্ত লড়াই করেছে দল। এতে আমাদের আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে। আশাকরি পরের ম্যাচেই জয়ের দেখা পাব আমরা এবং সিরিজে সমতা আনতে সক্ষম হব’ বলেন এই মিডলঅর্ডার ব্যাটসম্যান। ব্রিস্টলে পাঁচম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে আজ। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়। সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হলেও পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয় পায় স্বাগতিক ইংল্যান্ড। তাই পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ইংলিশরা। এমন অবস্থায় তৃতীয় ওয়ানডে জিতে সিরিজে ডাবল লিড চায় ইংল্যান্ড। এমনটাই বলেন ইংলিশ ওপেনার জেসন রয়, ‘আগের ম্যাচে দল ভাল খেলেছে। তবে বোলিং-ফিল্ডিং-এ আমাদের আরও উন্নতি করতে হবে। আশাকরি, তৃতীয় ওয়ানডেতে তিন বিভাগেই আমরা এক সঙ্গে জ্বলে উঠতে পারব। প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে পারলে জয় পেতে খুব বেশি সমস্যা হবে না। আমাদের লক্ষ্য লিড দ্বিগুণ করা।’
×