ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মনপুরা ও তজুমদ্দিনে ফণীর প্রভাবে ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত সংস্কার

প্রকাশিত: ১০:৪৭, ১৩ মে ২০১৯

 মনপুরা ও তজুমদ্দিনে ফণীর প্রভাবে ক্ষতিগ্রস্ত বাঁধ  দ্রুত সংস্কার

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ভোলা, ১২ মে ॥ ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ভেঙ্গে যাওয়া বাঁধ ভোলার চরফ্যাশনের পানি উন্নয়ন বোর্ড দ্রুত নির্মাণ করায় মনপুরা ও তজুমদ্দিন দুই উপজেলা কয়েক লাখ মানুষ প্লাবন থেকে রক্ষা পেল। ভোলা পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২ এর উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম জানান, ফণীর আঘাতে মনপুরায় সাড়ে তিন কি. মি. তজুমদ্দিনে ১২ মি. বাঁধ ভেঙ্গে যায়। পানি উন্নয়ন বোর্ড দ্রুত বাঁধ মেরামতের কাজ সম্পন্ন করায় দু’ উপজেলাবাসী প্লাবন থেকে রক্ষা পায়। স্থানীয়রা জানান, মনপুরার ফকিরের দোন এলাকায় নতুন বেড়িবাঁধটি ভেঙ্গে গিয়ে হাজিরহাট ইউনিয়নের সোনারচর, দাসেরহাট ও মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ এলাকা প্লাবিত হয়। এতে ওই সকল এলাকায় দুই হাজারের বেশি বাসিন্দা পানিবন্দী হয়ে পড়েন। পানি উন্নয়ন বোর্ড দ্রুত বাঁধ মেরামত করায় ওই সকল এলাকার মানুষ পানিবন্দী থেকে দ্রুত মুক্তি পান। ভোলা পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী কায়ছার আলম জানান, ফণীর প্রভাবে বাঁধ ভেঙ্গে যাওয়ার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত বাঁধ পুনর্নির্মাণ করা হয়, এতে দু’উপজেলাবাসী প্লাবন থেকে রক্ষা পায়।
×