ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মানবপাচার মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ

প্রকাশিত: ১০:৩৮, ১৩ মে ২০১৯

 মানবপাচার  মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সদর উপজেলার গহেরপুর গ্রামের আব্দুর রাজ্জাক বিশ্বাসের নামে নারী পাচারের অপপ্রচার চালানো হচ্ছে। পরিকল্পিতভাবে তাকে ফাঁসাতে মানবপাচার আইনে মিথ্যা ও ভিত্তিহীন মামলা করা হয়েছে। যার কোন সত্যতা নেই। রবিবার প্রেসক্লাব যশোর সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক বিশ্বাস এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক বিশ্বাস জানান, তিনি খাজুরা বাজারে একটি প্রাইভেট হাসপাতাল করেন। হাসপাতালটি বর্তমানে বন্ধ আছে। তার সুনাম নষ্ট করতে তার বিরুদ্ধে বাঘারপাড়া উপজেলার মাঝিয়ালী গ্রামের আব্দুল আজিজের মেয়ে সোমাকে দিয়ে মানব পাচার মামলা করা হয়েছে। মূলত ঘটনা হচ্ছে সোমা শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশে খাজুরা বাজারে এলে রেজওয়ান নামে একটি ছেলে সোমাকে তার ক্লিনিকে আনে। তারপর থেকে সোমাকে আর পাওয়া যায়নি। পরবর্তীকে কে বা কারা ঢাকা থেকে সোমাকে অচেতন অবস্থায় যশোরের গাড়িতে তুলে দেয়। সোমার ভাই ও মা তার কাছে অন্যায়ভাবে টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় একটি মহলের মাধ্যমে প্ররোচিত হয়ে তার বিরুদ্ধে মানব পাচার মামলা করেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক বিশ্বাসের ছোট ভাই আব্দুল মান্নান ও মেয়ে ডাঃ আফরোজা ইয়াসমিন।
×