ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঘোড়া বন্দনা

প্রকাশিত: ১০:৪৩, ১০ মে ২০১৯

 ঘোড়া বন্দনা

আমিও ঋষিদের সাথে ঘোড়ায় চড়ে নক্ষত্রে উড়ে যাবো ঘোড়া ইকুয়াস- নমঃ কি পূর্বপুরুষ? ইওসিন যুগের ইওহিপ্লাস উচ্চতায় এগার ইঞ্চি অগ্রপদে চারটি আঙ্গুল পশ্চাৎপদে তিনটি। যুগান্তর বিবর্তনে পাঁচ ফুট উঁচু; অগ্র পশ্চাতে একটি করে আঙ্গুল ইকুয়াস জীবাশ্মবল-তুমি আমার এক ঘূর্ণায়মান মর্দামি। আর্দিপিথেকাস রামিডুস- মা জননী স্তন দাও একবার মানুষ হয়ে দেখি। উল্লুক হতে মানুষ আবার মানুষ হতে ক্ষিপ্ত চতুষ্পদী ঘোড়া জীবনানন্দের মতো আমিও নক্ষত্র ছুঁতে চাই।
×