ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভোক্তা অধিদফতরের অভিযানে সারাদেশে ৫ লাখ ২৩ হাজার টাকা জরিমানা আদায়

প্রকাশিত: ০৯:৫৫, ১০ মে ২০১৯

 ভোক্তা অধিদফতরের অভিযানে সারাদেশে ৫ লাখ ২৩ হাজার টাকা জরিমানা আদায়

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বিভিন্ন জেলায় বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে। রাজধানীর মহাখালী, শেরে বাংলানগর, সেগুনবাগিচা, কেরানীগঞ্জ, জিনজিরা এলাকায় বাজার তদারকিকালে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে বিসমিল্লাহ ফুডস, বাবুলের ফলের দোকানকে এক হাজার টাকা, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ১৩টি প্রতিষ্ঠানকে ৯০ হাজার পাঁচশ টাকা, ওজনে কারচুপির অপরাধে হোসেনের ফলের দোকানকে ৫শ’ টাকাসহ মোট ৯৩ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। খিলগাঁও ও ওয়ারী এলাকায় পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে হাজার টাকা, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বা ওষুধ বিক্রির অপরাধে মোশারফ ফুডসকে ১০ হাজার টাকাসহ মোট ৪৬ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়। -বিজ্ঞপ্তি।
×