ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এম. এইচ. উল্লাহ

চাই কঠোর পরিশ্রম

প্রকাশিত: ১০:৪১, ৯ মে ২০১৯

 চাই কঠোর পরিশ্রম

পরম অনিশ্চয়তার খেলা ক্রিকেট ইংরেজীতে যাকে বলে ‘এ গেম অব গোল্ডেন আনসার্টেনিটি। এই উপমহাদেশের প্রতিটি দেশেই ভাল ক্রিকেট খেলে আসছে আজ। ক্রিকেট খেলায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা আর বাংলাদেশ সমানে সমানে তাল মিলিয়ে চলছে। এ যেন কেহ কারে নাহি পারে সমানে সমান। বাংলাদেশে ক্রিকেট ইতিহাস খুব বেশি দিনের নয়- এত অল্প সময়ে বাংলাদেশ পৃথিবীর বুকে ক্রিকেটে অনেক সুনাম অর্জন করেছে। ‘টেস্ট স্টেটাস’ পেতে বাংলাদেশকে কিছুটা বেগ পেতে হয়েছে বটে- কিন্তু তার পর থেকেই বাংলাদেশ যে কোন খেলায় অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেছে এবং সেভাবেই খেলে এসেছে। ক্রিকেটে বাংলাদেশের দামাল ছেলেদের ‘টাইগার’ বলে আখ্যায়িত করা হয়। ব্যাঘ্রসম সাহস আর কৌশল নিয়েই আজ বাংলাদেশের তরুণরা ক্রিকেট খেলে বিশে^র প্রতিটি ক্রিকেট খেলুড়ে দেশকে অন্তত একবার হলেও হারিয়েছে। এটা কম গৌরবের কথা নয়। দেশবাসীর প্রত্যাশা অনেক। ক্রিকেটের কতটা অগ্রগতি হলো এটা জানতে দেশের মানুষ বড়ই উদগ্রীব- কারণ ইতোপূর্বে বাংলাদেশ ক্রিকেটে অনেক সুনাম অর্জন করেছে। ছোট একটা দেশ হয়েও বাংলাদেশ আজ ক্রিকেট জগতে একটি উজ্জ্বল নক্ষত্র। আমরা জানি অনিশ্চয়তা দিয়েই ক্রিকেট খেলা শুরু। তবুও এই অনিশ্চয়তার মাঝেও দেশবাসী ক্রিকেটারদের নিয়ে অনেক স্বপ্ন দেখছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য নিউজিল্যান্ডে গিয়ে বাংলাদেশ দল ভাল ক্রিকেট খেলতে পারেনি। তাই বলে হাল ছেড়ে দিলে তো চলবে না। আশা করা যায় এদেশের ক্রিকেটাররা তাদের যোগ্যতার পরিচয় দিয়ে বাংলাদেশের বিজয় পতাকা উর্ধে তুলে ধরতে সক্ষম হবে। ক্রিকেটে জয়ের ধারাকে সমুন্নত রাখতে কঠোর অনুশীলন আর সর্বাত্মক প্রচেষ্টার কোন বিকল্প নেই। এখন সবচেয়ে বেশি জরুরী যেটা সেটা হলো ক্রিকেটারদের নিরাপত্তা বিধান। কলাবাগান, ঢাকা থেকে
×