ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাটিয়ে উঠুক দুর্বলতা

সমাজ ভাবনা -বিষয় ॥ ক্রিকেট কতোদূর এগুলো

প্রকাশিত: ১০:৩৫, ৯ মে ২০১৯

সমাজ ভাবনা  -বিষয় ॥ ক্রিকেট কতোদূর এগুলো

মালেক সরদার ॥ দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ ক্রিকেটের জমজমাট আসর। অপেক্ষার প্রহর গুনছে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। আর মাত্র কিছুদিন, তারপর শুরু হয়ে যাবে জয়ের জন্য লড়াই। অংশগ্রহণকারী সব দলেরই লক্ষ্য থাকবে সোনালি ট্রফিটা নিয়ে ঘরে ফেরা। বিশ্বকাপে অংশগ্রহণের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে আমাদের টাইগাররাও। ট্রফিটা যেন হাতছানি দিয়ে ডাকছে তাদের। বুক ভরা সাহস আর দু’চোখে বিজয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে তারা। এবারের অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে আগেও বিশ্বকাপ ক্রিকেটের আঙিনা ছুঁয়ে আসা খেলোয়াড় রয়েছেন বেশ ক’জন। বিশ্বকাপ অভিজ্ঞতায় বাংলাদেশ এগিয়ে রয়েছে। কারণটা হলো, বাংলাদেশ টিমে চারজন ক্রিকেটার আছেন যারা এর আগে তিন-তিনটি বিশ্বকাপ খেলেছেন এবং এবার তারা চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। তাছাড়া এবার প্রথম বিশ্বকাপ খেলবেন বাংলাদেশের সাত ক্রিকেটার। তবে আগে বিশ্বকাপ না খেলা খেলোয়াড়ের চেয়ে কম নেই কোন দলেই। অতএব স্মরণীয় একটা কিছু তো হয়ে যেতেও পারে। তবে বাংলাদেশ টিমের যে দুর্বলতা নেই তা কিন্তু নয়। অনভিজ্ঞ বোলিং আক্রমণ সে দুর্বলতাগুলোর মধ্যে একটি। তবে এমন চ্যালেঞ্জও টাইগাররা চাইলে মোকাবেলা করতে পারে। আমাদের টিমে বিশেষজ্ঞ পেসার রয়েছেন কয়েকজন। নতুনদেরও যথেষ্ট সামর্থ্য রয়েছে যা তারা দেখিয়েছেন। তবে দলের জন্য তো বটেই নতুনদের নিজেদেরও ব্যক্তিগত চ্যালেঞ্জ নিতে হবে আরও ভাল করার জন্য। সবকিছু ঠিকঠাকমতো এগোলে আর ভাগ্য সহায় হলে মাশরাফি বিন মুর্তজারা ইতিহাস গড়বেন বলে আমরা আশাবাদী। ক্রিকেট বিশ্বে যদি গত কয়েক বছরের হিসাব ধরা হয় তাহলে দেখা যাবে বাংলাদেশ টিম খুব কাছে গিয়ে অনেক টুর্নামেন্ট হেরেছে। সে অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে এবার বাংলাদেশ অনেক ভাল কিছু করতে পারে। মাঠে আত্মবিশ্বাস নিয়ে বুদ্ধিদীপ্তভাবে খেলতে হবে সবসময়। এবারের ইংল্যান্ড বিশ্বকাপের সোনালি ট্রফিটা টাইগাররা হাতে নিয়ে দেশে ফিরে আসবে সে আশাই আমরা করব। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে
×