ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দলের স্থায়ী পরিষদের সভায় ড. কামাল

জনগণকে ঐক্যবদ্ধ করেই সুস্থ রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে

প্রকাশিত: ১২:১২, ৮ মে ২০১৯

জনগণকে ঐক্যবদ্ধ করেই সুস্থ রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে

স্টাফ রিপোর্টার ॥ দেশবাসীকে এক ব্যক্তির শাসন থেকে মুক্ত করতে হবে জানিয়ে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় বাক-ব্যক্তি স্বাধীনতা ও আইনের শাসন থাকে না। দুর্নীতি-দলীয়করণ-লুটপাট অগ্রগতিকে বাধাগ্রস্ত করে, অর্থনীতিসহ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে গ্রাস করে, সমাজ-সভ্যতাকে ধ্বংস করে। মঙ্গলবার গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে দলের পুনর্গঠিত স্থায়ী পরিষদের সভায় এসব কথা বলেন তিনি। ড. কামাল বলেন, সুস্থ রাজনীতি বাদ দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা অসম্ভব। জনগণই দেশের মালিক, তাই জনগণকে ঐক্যবদ্ধ করেই সুস্থ রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। আমরা সে চেষ্টা অব্যাহতভাবে করে যাচ্ছি। আশাকরি সবাই ঐক্যবদ্ধ হতে পারলে কেউ অধিকার থেকে বঞ্চিত থাকবে না। জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক কামাল হোসেন বলেন, গণফোরাম নেতা-কর্মীদের জনগণের সমস্যাসহ নানাবিধ সমস্যা চিহ্নিত করে তৃণমূল সংগঠন গড়ে তুলে জনগণকে ঐক্যবদ্ধ করে স্বৈরতন্ত্রবিরোধী জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সভায় আরও বক্তব্য রাখেন দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, এ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতি পরিষদের সদস্য মোকাব্বির খান এমপি, শফিক উল্লাহ, আব্দুল বাতেন খান, এ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠু, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিম, দলীয় নেতা এ্যাডভোকেট আনসার খান, খান সিদ্দিকুর রহমান, আব্দুর রহমান জাহাঙ্গীর, রবিউল ইসলাম তরফদার রবিন, হারুনুর রশীদ তালুকদার প্রমুখ। কামাল হোসেন বলেন, দুর্নীতি-দলীয়করণ-লুটপাট-অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। অর্থনৈতিক ব্যবস্থাসহ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে গ্রাস করে থাকে। সমাজ-সভ্যতাকে ধ্বংস করে। আমার সবার উচিত হবে এই ধ্বংস থেকে নিজেদের রক্ষা করা। দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। এই জাতীয় ব্যাধি দূর করতে পারলে দেশের অনেক সঙ্কট সমাধান হবে। বলতে গেলে পুরো দেশটা নতুন হতে শুরু করবে। বিদেশে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে। এজন্য সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে মাঠে নামা উচিত। যেখানেই দুর্নীতি সেখানেই প্রতিহত করতে হবে। মানুষকে বোঝাতে হবে দুর্নীতি মানেই অন্যায়। এ থেকে সবাইকে বিরত থাকা উচিত। দুর্নীতি সমাজ ও প্রজন্মকে ধ্বংস করে। আমাদের উচিত হবে না দুর্নীতির মতো ভয়ঙ্কর দানবকে আস্কারা দেয়া। সাবেক মন্ত্রী কামাল হোসেন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের আর পিছু হটার কোন সুযোগ নেই। যতই আলোচনা-সমালোচনা থাক আমাদের এগিয়ে যেতে হবে। আমরা বিশ^াস করি যে দাবি নিয়ে রাজনীতি করছি এর সঙ্গে দেশের বেশির ভাগ মানুষ একমত। একদিন সবাই ঘর থেকে বেরিয়ে আসবেন।
×