ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন্স লীগের টিকেট পেল চেলসি

প্রকাশিত: ১২:৫৭, ৭ মে ২০১৯

 চ্যাম্পিয়ন্স লীগের টিকেট পেল চেলসি

জিএম মোস্তফা ॥ স্ট্যামফোর্ডব্রিজে নিজেদের দাপট অব্যাহত রাখল চেলসি। ইংলিশ প্রিমিয়ার লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার তারা ৩-০ গোলে বিধ্বস্ত করেছে সফরকারী ওয়াটফোর্ডকে। সেই সঙ্গে ঘরের মাঠে ওয়াটফোর্ডের বিপক্ষে টানা ১২ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ল মাউরিসিও সারির শিষ্যরা। শুধু তাই নয়, ওয়াটফোর্ডকে হারিয়ে লীগ টেবিলের শীর্ষ চারে থেকে আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে খেলার টিকেটও নিশ্চিত করেছে ব্লুজরা। কপাল পুড়েছে আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের। দুটি দলই ড্র করেছে রবিবার। রেলিগেটেড হাডার্সফিল্ডের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেড ১-১ গোলে ড্র করেছে। দিনের আরেক ম্যাচে তলানির দল ব্রাইটনের সঙ্গে একই ব্যবধানে ড্র করেছে আর্সেনালও। এর ফলেই শীর্ষ চারের লড়াই থেকে ছিটকে গেছে তারা। কেননা লীগে আর মাত্র একটি ম্যাচ বাকি। চেলসি ৭১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে। ৬৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে আর্সেনাল। ৬৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকা ইউনাইটেডের আর চেলসিকে ধরা সম্ভব নয়। চতুর্থ স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের সংগ্রহে ৭০ পয়েন্ট। তবে উত্তর লন্ডনের ক্লাব আর্সেনালের থেকে গোল ব্যবধানে অনেক এগিয়ে রয়েছে তারা। যে কারণে ধরেই নেয়া যায় চেলসি ও টটেনহ্যামকেই আগামী মৌসুমে দেখা যাচ্ছে ইউরোপ সেরার টুর্নামেন্টে। চেলসি সেই কাজটা খুব দাপটের সঙ্গেই করল। যদিওবা ঘরের মাঠ স্ট্যামফোডর্ব্রিজে সারির দল প্রথমার্ধে নিজেদের মেলে ধরতে পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধেই জ্বলে ওঠে স্বাগতিকরা। মাত্র তিন মিনিটের ব্যবধানেই রুবেন লোফতাস-চিক ও ডেভিড লুইজের দুই গোলে ছন্দে ফিরে চেলসি। ৭৫ মিনিটে গঞ্জালো হিগুয়েইনের গোলে বড় জয় নিশ্চিত হয় ব্লুজদের। সব ধরনের প্রতিযোগিতায় শেষ চার ম্যাচে এটা চেলসির প্রথম জয়। উয়েফা ইউরোপা লীগের সেমিফাইনালে এইনট্র্যাক ফ্র্যাঙ্কফুর্টের সঙ্গে সেমিফাইনালের প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছে চেলসি। দ্বিতীয় লেগের আগে ওয়াটফোর্ডের বিপক্ষে এই জয়টা তাই ব্লুজদের বেশ গুরুত্বপূর্ণ। ম্যাচের শেষে চেলসির কোচ সারি বলেন, ‘মৌসুমের শেষে আমরা শীর্ষ চারে থাকতে চেয়েছি। মূলত চ্যাম্পিয়ন্স লীগে খেলার লক্ষ্য নিয়েই মৌসুম শুরু করেছিলাম। ইউরোপা লীগও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট। এটিও জয় করতে চাই আমরা। বিশ্বাস করি এবারের শিরোপাটা আমাদের প্রাপ্য।’ এদিকে প্রিমিয়ার লীগে টানা তিন পরাজয়ের পর এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল কিছুটা আত্মবিশ্বাসের অভাবে ভুগছিল। তারপরও ৯ মিনিটে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের পেনাল্টিতে এগিয়ে যায় স্বাগতিকরা। কিন্তু ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে ম্যাচ থেকে ছিটকে যায় আর্সেনাল। ৬১ মিনিটে গ্রানিত জাকার বিপক্ষে সোলি মার্চ পেনাল্টি আদায় করে নিলে স্পট কিক থেকে গ্লেন মারি ব্রাইটনকে সমতায় ফেরান। ব্রাইটনের গোলরক্ষক ম্যাট রায়ান এদিন বেশ কয়েকটি বল রুখে দিয়ে আর্সেনালকে এগিয়ে যেতে দেননি। যে কারণে শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। গানারদের কোচ এমেরি এখন ইউরোপা লীগের দ্বিতীয় লেগেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তবে ব্রাইটনের সঙ্গে ড্র করায় এই নিয়ে টানা তৃতীয় মৌসুম শীর্ষ চারের লড়াই থেকে বাদ পড়লো আর্সেনাল। এদিকে হাডার্সফিল্ডের সঙ্গে ১-১ গোলের ড্র কোনভাবেই মেনে নিতে পারছে না ইউনাইটেড সমর্থকরা। কোচ ওলে গানার সোলসজায়েরও স্বীকার করেছেন তার এই দলের চ্যাম্পিয়ন্স লীগে খেলার কোন যোগ্যতা নেই। ম্যাচের ৮ মিনিটে স্কট ম্যাকটোমিনির গোলে এগিয়ে গিয়েছিল সফরকারী ইউনাইটেড। এই একটি সাফল্য ছাড়া পুরো ম্যাচে আর কোন কিছুই করে দেখাতে পারেনি তারা। ৬০ মিনিটে ইসাক এমবেনজা সহজেই ডেভিড ডি গিয়াকে পরাস্ত করলে সমতায় ফেরে হাডার্সফিল্ড। এবারের মৌসুমে নিজেদের মাঠে মাত্র ৯টি গোল দিয়েছে হাডার্সফিল্ড। সব ধরনের প্রতিযোগিতায় গত ১১টি ম্যাচে মাত্র দুই পয়েন্ট অর্জন করেছে ইউনাইটেড।
×