ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংসদে যোগ দেয়া নিয়ে এবার গয়েশ্বরের ভিন্ন সুর

প্রকাশিত: ১১:২৩, ৭ মে ২০১৯

 সংসদে যোগ দেয়া নিয়ে এবার গয়েশ্বরের ভিন্ন সুর

স্টাফ রিপোর্টার ॥ সংসদে যোগ দেয়া নিয়ে এবার ভিন্ন সুর তুললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, এই সিদ্ধান্ত সঠিক হয়েছে কিনা তা সময়ই বলে দেবে। এর জন্য অপেক্ষা করতে হবে। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত এক নাগরিক প্রতিবাদ সভায় তিনি এই ভিন্নমত পোষণ করেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে গত রবিবার বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে বলেন, বিএনপির সংসদে যোগ না দেয়ার সিদ্ধান্ত ঠিক ছিল না। বিএনপির নির্বাচিত ৫ সদস্য শপথ নিয়ে সংসদে গেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেষদিনে শপথ না নেয়ায় তার আসন ইতোমধ্যে শূন্য ঘোষণা করা হয়েছে। আলোচনা সভায় অংশ নিয়ে দলের সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, রং ডিসিশন ইজ বেটার দেন ইনডিসিশন। রাইট অর রং, সিদ্ধান্ত নিতে হবে। পরিবেশ-পরিস্থিতিতে রাজনীতিতে এবং ব্যক্তিগত ও সাংসারিক জীবনেও প্রতিমুহূর্তে সিদ্ধান্ত সংশোধন বা পরিবর্তন হয়। প্রত্যেকে পরিবর্তনের পেছনে কোন না কোন যৌক্তিক কারণ থাকে। এ নিয়ে আমাদের মধ্যে কোন তর্কবিতর্ক নেই, দলের একটা সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্ত নিয়ে পথ চলব, এটাই হলো মূল কথা।
×