ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

৪৫ ভার্সিটির জন্য ৮ হাজার ৮৮ কোটি টাকা অনুমোদন

প্রকাশিত: ১১:২২, ৭ মে ২০১৯

 ৪৫ ভার্সিটির জন্য ৮ হাজার ৮৮ কোটি  টাকা অনুমোদন

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের ৪৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ২০১৯-২০২০ অর্থবছরে ৮ হাজার ৮৮ কোটি ৪৯ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে। এর মধ্যে ৫ হাজার ৮৯ কোটি ৪৬ লাখ টাকার অনুন্নয়ন এবং দুই হাজার ৯৯৯ কোটি ৩ লাখ টাকা উন্নয়ন বাজেট রয়েছে। বিগত বছরের তুলনায় অনুন্নয়ন বাজেট ১৪ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে। নতুন অর্থবছরে সবচেয়ে বেশি অনুন্নয়ন বাজেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭৬৪ দশমিক ৬৫ কোটি টাকা এবং সবচেয়ে কম বাজেট সিলেট মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের তিন কোটি ৬০ লাখ টাকা। সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়টি প্রথমবারের মতো অনুন্নয়ন ও উন্নয়ন বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া কমিশন ২০১৯-২০২০ অর্থবছরে ইউজিসির জন্য ৫০ কোটি ৯৭ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে। সোমবার ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সভাপতিত্বে ইউজিসির ১৫৫তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদিত হয়। ইউজিসিতে অনুষ্ঠিত কমিশন সভায় বাজেট উপস্থাপন করেন কমিশনের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রেজাউল করিম হাওলাদার।
×