ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চেক হস্তান্তর

প্রকাশিত: ০৮:৪১, ৬ মে ২০১৯

 চেক হস্তান্তর

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, চট্টগ্রাম, ৫ মে ॥ বাঁশখালী উপজেলার গ-ামারা ইউনিয়নে ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নির্মিতব্য কয়লা বিদ্যুত প্রকল্পে যাতায়াতের জন্য সংযোগ সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত ভূমি মালিকদের ভূমির মূল্য বাবদ চেক হস্তান্তর করা হয়েছে। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভূমি মালিকদের নিকট এ চেক হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা মোঃ কায়সার খসরু ও গ-ামারা ইউপি সদস্য নুরুল হাকিম, ইউপি সদস্য শামীমা জান্নাত, সাবেক ইউপি সদস্য ফেরদৌস আলম প্রমুখ। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত এক মাস ধরে পর্যায়ক্রমে এ পর্যন্ত ৪২ জনকে ২ কোটি ৬২ লাখ ৮৪ হাজার ৬শত ৮৬ টাকার চেক প্রদান করা হয়।
×