ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নান্দাইলে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

প্রকাশিত: ০৯:৩০, ৫ মে ২০১৯

নান্দাইলে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ৪ মে ॥ উপজেলায় ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হযরত আলী (৩৫) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছে। সে নান্দাইল ইউনিয়নের সাভার গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র। শুক্রবার গভীর রাতে সাভার কমিউনিটি ক্লিনিকের পেছনে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। জানা গেছে, শুক্রবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে খবর আসে নান্দাইলের সাভার গ্রামে মাদকের চালান এসেছে। এ সময় ডিবির ওসি শাহ কামালের নেতৃত্বে পুলিশের একটি টিম ওই গ্রামে এসে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় মাদক বিক্রেতারা পুলিশের ওপর গুলি চালায়। তখন পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনা স্থলে একজন মাদক ব্যবসায়ী নিহত হয়। পরে জানা গেছে নিহত মাদক ব্যবসায়ী সাভার গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র হযরত আলী। এ সময় ঘটনাস্থল থেকে ৩০০ গ্রাম হেরোইন, ২০০ পিস ইয়াবা, ৩ রাউন্ড গুলি ও একটি পাইপগান উদ্ধার করা হয়। আশুগঞ্জে নিখোঁজের দুদিন পর যুবকের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া ॥ আশুগঞ্জে নিখোঁজের ২ দিন পর মোঃ রমজান মিয়া (৩২) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের তাজপুর এলাকায় বাড়ির পাশের একটি ডোবা থেকে তার গলিত মরদেহটি উদ্ধার করা হয়। রমজান মিয়া তাজপুর এলাকার মৃত জজ মিয়ার ছেলে। জানা গেছে, বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে রাতের খাবার খেয়ে বের হয় রমজান মিয়া। এরপর থেকে তার কোন খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের লোকজন তার সন্ধানে চেষ্টা চালায়। শনিবার দুপুরে একটি ডোবায় রমজানের লাশ দেখে এলাকাবাসী পরিবার ও পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
×